অনলাইন ডেস্ক :
গত বছর রেকর্ড সপ্তম ব্যালন ডি’অর জিতেছিলেন লিওনেল মেসি। বার্সেলোনা থেকে গত মৌসুমে পিএসজিতে যোগ দিয়ে নামের প্রতি সুবিচার করতে পারেননি। তাই আগামী ব্যালন ডি’অর আয়োজনে অষ্টমবার তার বিজয়ী হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। মেসি নিজেও একই কথা মনে করছেন। তার দৃঢ় বিশ্বাস এবারের ব্যালন ডি’অর জিতবেন রিয়াল মাদ্রিদ তারকা করিম বেনজেমা। শনিবার চ্যাম্পিয়নস লিগ ফাইনালে লিভারপুলকে হারিয়ে বেনজেমার দল শিরোপা জিতেছিল। ১৪তম ট্রফি জয়ের পর এই ফরাসি ফরোয়ার্ডকেই ব্যালন ডি’অর জয়ে এগিয়ে রাখছেন অনেকে। সাবেক ফরাসি ফরোয়ার্ড থিয়েরি অঁরি বলেই দিয়েছেন, ‘ভোটাভুটি বন্ধ করুন, এবার বেনজেমাই জিতছে ব্যালন ডি’অর।’ মেসির মুখ দিয়ে এবার অঁরির কথাই যেন ধ্বনিত হলো, ‘আমি মনে করি, কোনো সন্দেহ নেই যে বেনজেমাই ব্যালন ডি’অর জিতবে। এটা খুবই পরিষ্কার যে বেনজেমার চমৎকার একটি বছর ছিল এবং শেষ করলো চ্যাম্পিয়নস লিগ জিতে, শেষ ষোলো থেকে প্রত্যেক ম্যাচে সে দলের কা-ারির ভূমিকা পালন করেচ্ছে। আমি মনে করি এই বছর ওর ছিল, কোনো সন্দেহ নেই।’ বেনজেমা চ্যাম্পিয়নস লিগে করেছেন ১৫ গোল। পিএসজি, চেলসি, ম্যানসিটির বিপক্ষে নকআউটে করেছেন জয়সূচক গোল। এ ছাড়া লা লিগায় ২৭ গোল ও ১২টি অ্যাসিস্ট রয়েছে তার।
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা