November 29, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, June 3rd, 2022, 7:56 pm

ইংল্যান্ডের ব্যাটিং ধস

অনলাইন ডেস্ক :

লর্ডস টেস্টের প্রথম দিনের মাত্র দেড় সেশনে ১৩২ রানে অল-আউট হয়ে গিয়েছিল নিউজিল্যান্ড। বল হাতে ভয়ংকর হয়ে উঠেছিলেন ইংল্যান্ডের পেস মহাতারকা জেমস অ্যান্ডারসন আর অভিষিক্ত পেসার ম্যাথু পটস। দুজনেই নিয়েছেন ৪টি করে উইকেট। এত কম রানে প্রতিপক্ষকে গুটিয়ে দিয়ে ইংলিশদের আরও চেপে বসার কথা। কিন্তু স্বাগতিকদের ব্যাটিং লাইনআপেও ধস নামান বোল্ট-সাউদি-জেমিসনরা। তিনজনেই ২টি করে উইকেট নিয়েছেন। প্রথম দিন শেষে ইংল্যন্ডের সংগ্রহ ৭ উইকেটে ১১৬ রান। ১৩২ রানের পুঁজি নিয়েই ইংল্যান্ডের বিপক্ষে লিড পাওয়ার সম্ভাবনা জাগিয়েছে নিউজিল্যান্ড। দিনের খেলা শেষে জেমিসন বললেন, ‘আমরা যখন বোলিংয়ে নামি, জানতাম পরিস্থিতিটা আদর্শ নয়, তবে এটুকু বিশ্বাস ছিল যে ম্যাচে ঘুরে দাঁড়ানোর যথেষ্ট সময় আমাদের সামনে আছে। আমাদের মনে হয়েছে, এখনও ভালোভাবেই ম্যাচে টিকে আছি আমরা। ভালো বোলিং করতে হবে, এটা জানতাম। ‘ জেমিসন আরও বলেন, ‘আমাদের ইনিংসে দেখেছি, খুব দ্রুত চিত্র বদলে গেছে। ভালো জায়গায় বল রাখলে অনেক কিছু হতে পারে, সেরকম আশায় তাই ছিলাম। আমাদের মনে হয়েছে, একটি উইকেট নিতে পারলে আরও দুটি নিতে পারব এবং চাপটা ধরে রাখতে পারব। আমরা সেই পরিকল্পনায় অটুট থেকেছি, আমাদের লাইন ও লেংথ ধরে রেখেছি, সেটির কিছু ফলও পেয়েছি, যা ম্যাচে আমাদের ফিরিয়ে এনেছে। ‘