অনলাইন ডেস্ক :
ব্রান্ডন কিংয়ের অনবদ্য ৯১ রানের সাথে স্পিনার আকিল হোসেনের বোলিং নৈপুণ্যে এক ম্যাচ হাতে রেখেই নেদারল্যান্ডসের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয় নিশ্চিত করল ওয়েস্ট ইন্ডিজ। গতরাতে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ক্যারিবীয়রা ৫ উইকেটে হারিয়েছে নেদারল্যান্ডসকে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ জয় নিশ্চিতের সাথে ২-০ ব্যবধানে এগিয়েও গেল ওয়েস্ট ইন্ডিজ। আমস্টেলভিনে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমেছিল স্বাগতিক নেদারল্যান্ডস। ১২৩ বল খেলে ১০১ রানের শুরু এনে দেন দুই ওপেনার বিক্রমজিৎ সিং ও ম্যাক ও’দাউদ। বিক্রম ৪৬ রানে ফিরলেও, ৫১ রানে আউট হন ও’দাউদ। দলীয় ১১৫ রানের মধ্যে দুই ওপেনারের বিদায়ের পর ধস নামে নেদারল্যান্ডস ইনিংসে। তবে তিন নম্বরে নামা স্কট এডওয়ার্ডসের ৬৮ রানে নেদারল্যান্ডস ২১৪ রান করতে পেরেছে। ওয়েস্ট ইন্ডিজের বাঁ-হাতি স্পিনার আকিল হোসেন নেন ৩৯ রানে ৪ উইকেট। ২১৫ রানের লক্ষ্যে খেলতে নেমে সুবিধা করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। ৪৮ রানে ৩ উইকেট পতনের পর দলীয় ৯৯ রানে তাদের ইনিংস অর্ধেক শেষ হয়। ষষ্ঠ উইকেটে কেসি কার্টিকে নিয়ে ১৩৩ বলে অবিচ্ছিন্ন ১১৮ রানের জুটি গড়ে ওয়েস্ট ইন্ডিজের জয় নিশ্চিত করেন কিং। তার ৯০ বলে অপরাজিত ৯১ রানের ইনিংসে ছিল ৯টি চার ও ৩টি ছক্কা। ৬৬ বলে অপরাজিত ৪৩ রান করেন কার্টি। ম্যাচ সেরা হয়েছেন কিং। আজ শনিবার একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে।
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা