অনলাইন ডেস্ক :
বৃহস্পতিবার শুরু হয়েছে লর্ডস টেস্ট। ইংল্যান্ড-নিউজিল্যান্ডের সেই টেস্টে দেখা গেছে বাংলাদেশের একজনকে! হ্যাঁ, পড়তে ভুল করেননি। বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ সেই তরুণটির নাম রবিন দাস। টস হেরে ফিল্ডিংয়ে নামা ইংল্যান্ডের হয়ে প্রথমে হ্যারি ব্রুক ও ক্রেইগ ওভারটন অতিরিক্ত ফিল্ডার হিসেবে নেমেছিলেন। তার পর ৩৮তম ওভারে দেখা যায় রবিন দাসকে। পেসার ম্যাথিউ পটস চোট নিয়ে বাইরে গেলে তার বদলে রবিন মাঠে নামেন। অবশ্য মাত্র চার ডেলিভারির জন্যই তাকে মাঠে দেখা গেছে। পরে মূল দলের ব্রড ফিরলে রবিনকে উঠে যেতে হয়েছে। অবশ্য ইংল্যান্ড যে ১৩জনের নাম দিয়েছিল সেখানে রবিনের নামও ছিল না। ফলে তার পরিচয় জানা যেতেই শোরগোল পড়ে যায় সোশ্যাল মিডিয়ায়। অবশ্য বাংলাদেশের ক্রিকেটে রবিন একেবারে অপরিচতও নন। ২০২০ সালে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টের ড্রাফটে তার নাম ছিল। যদিও খেলার সুযোগ হয়নি। রবিনের জন্ম ইংল্যান্ডের লেটনস্টোনে হলেও তার বাবা মৃদুল দাসের জন্ম বাংলাদেশেই। যার পৈত্রিক নিবাস সুনামগঞ্জ। ২০০২ সালে জন্ম নেওয়া রবিন পড়াশোনা করেছেন ব্রেন্টউড স্কুলে। কাউন্টিতে এসেক্সের হয়ে ২০ বছর বয়সী একটি মাত্র টি-টোয়েন্টি খেলেছেন ২০২০ সালে। খেলা হয়েছে এসেক্সের দ্বিতীয় একাদশেও। তবে ২০১৮ সালে অনূর্ধ্ব-১৬ দলের হয়ে ডাবল সেঞ্চুরি আছে তার। লর্ডস টেস্টে তার ফিল্ডিং করতে নামার পর এসেক্স কাউন্টি নিজেদের টুইটারে আবার শুভেচ্ছাও জানিয়েছে। শুধু রবিনই নন। দ্বাদশ খেলোয়াড় হিসেবে লর্ডসে ছিলেন একই কাউন্টির নিখিল গোরান্টলাও। ফলে তাদের ভূমিকার জন্য শুভেচ্ছা জানায় এসেক্স। একই ক্লাবের হয়ে খেলছেন রবিনের বড় ভাই জোনাথন দাসও।
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা