অনলাইন ডেস্ক :
টালমাটাল অবস্থাতেও অস্ট্রেলিয়াকে এনে সিরিজ খেলতে যাচ্ছে শ্রীলঙ্কা। তাই ঘাটতি রাখা হচ্ছে না কোনও দিক থেকেই। কৌশলগত দিক শক্তিশালী করতেই সিরিজের জন্য লাসিথ মালিঙ্গাকে বোলিং স্ট্র্যাটেজি কোচ নিয়োগ করেছে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড। সফরে দুটি টেস্টের পাশাপাশি, ৫টি ওয়ানডে ও তিন টি-টোয়েন্টি হবে। মালিঙ্গা শুধু সাদা বলেই দলটিকে সহায়তা করবেন। মূলত নিজের সমৃদ্ধ ভা-ার থেকে ট্যাকটিক্যাল ও টেকনিক্যাল দুই দিকেই সহযোগিতা করবেন তিনি। লঙ্কান ক্রিকেট বোর্ড অবশ্য স্পষ্ট করে জানিয়েছে টি-টোয়েন্টি সিরিজ নিয়ে তাদের লক্ষ্যের কথা, ‘আমরা আত্মবিশ্বাসী মালিঙ্গা তার বিশাল অভিজ্ঞতার ভান্ডার এবং যে ডেথ বোলিংয়ের জন্য তার সুনাম; সেটি বিশেষ করে টি-টোয়েন্টি ফরম্যাটে দলকে ভীষণভাবে সহায়তা করবে।’ এই বছরে লঙ্কানরা যখন অস্ট্রেলিয়া সফরে যায়। ঠিক তখনও একই ভূমিকায় দেখা গেছে সাবেক শ্রীলঙ্কান অধিনায়ককে। সম্প্রতি আইপিএল ফাইনাল খেলা রাজস্থান রয়্যালসেও দায়িত্ব পালন করেছেন তিনি। টি-টোয়েন্টি দিয়ে দুই দলের সিরিজটি শুরু হবে ৭ জুন।
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা