অনলাইন ডেস্ক :
গত বছরই অনেকে ধরে নিয়েছিলেন তার ক্যারিয়ার শেষ! চোটের কারণে ঠিকভাবে হাঁটতেও পারছিলেন না। তার ওপর বয়সটা ৩৬! এই বয়সে এসে টেনিস তারকারা সাধারণত অবসর নিয়ে ফেলে। কেউবা আবার কোচিং কিংবা অন্য পেশায় জড়িয়ে যান। কিন্তু মানুষটা যে রাফায়েল নাদাল, অন্য ধাতুতে গড়া! পরাজিত হওয়ার আগ পর্যন্ত হার মানেন কীভাবে। সেটা যে তার ডিকশনারিতে নেই। জানুয়ারিতে ইনজুরি শঙ্কা নিয়েই খেলতে নামেন অস্ট্রেলিয়ান ওপেন। অবিশ্বাস্যভাবে শিরোপাও জিতে নেন। শুরুতে নাদালকে কেউ ফেবারিট না ধরলেও ফাইনালে শীর্ষ বাছাই দানিয়েল মেদভেদেভকে দৃঢ় মানসিকতার বলে হারিয়ে দেন। সেটি ছিল তার ২১তম গ্ল্যান্ড স্লাম এবং টেনিসের ইতিহাসে পুরুষ এককে সর্বোচ্চ। এবার চার মাসের মাথায় ফ্রেঞ্চ ওপেনও জিতে নিয়েছেন স্প্যানিশ মহাতারকা। গত রোববার অনুষ্ঠিত ফাইনালে কাসপার রুডকে ৬-৩, ৬-৩ ও ৬-০ গেমে হারিয়ে সবচেয়ে বেশি বয়সে গ্র্যান্ড স্লাম জয়ের রেকর্ড গড়েছেন নাদাল। একই সঙ্গে সর্বাধিক গ্র্যান্ড স্লাম জয়ে নিজেকেই ছাড়িয়ে গেলেন তিনি (২২টি)। দ্বিতীয় স্থানে থাকা কিংবদন্তী রজার ফেদেরার ও নোভাক জোকোভিচের গ্র্যান্ড স্লাম ২০টি। এ নিয়ে রেকর্ড ১৪তম বার ফ্রেঞ্চ ওপেন জিতলেন নাদাল। লাল দুর্গের মুকুটহীন স¤্রাট তিনি।
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা