অনলাইন ডেস্ক :
শুরু থেকেই প্রতিপক্ষের উপর চড়াও হয়ে খেলল পর্তুগাল। যার ফলও পেল দ্রুত। প্রথমার্ধেই তিন গোলে এগিয়ে গেল তাঁরা। কোনোরকম প্রতিরোধ গড়তে পারেনি সুইজারল্যান্ড। দ্বিতীয়ার্ধে আরও এক গোল দিয়ে নেশন্স লিগের প্রথম জয় নিয়ে মাঠ ছাড়ে ক্রিস্তিয়ানো রোনালদোরা। ‘এ’ লিগের দুই নাম্বার গ্রুপের ম্যাচে ঘরের মাঠে সুইজারল্যান্ডের বিপক্ষে ৪-০ ব্যবধানের জয় পেয়েছে পর্তুগাল। জোড়া গোল করেছেন ক্রিস্তিয়ানো রোনালদো। বাকি দুই গোল কারভাহালো ও জোয়াও ক্যানসেলোর। নেশন্স লিগের প্রথম ম্যাচে স্পেনের সঙ্গে ড্র করলেও এ ম্যাচে আর ভুল করেনি পর্তুগাল। আক্রমণাত্মক কৌশলে খেলে ১৫ মিনিটে কারভাহালোর গোলে এগিয়ে যায় পর্তুগাল। এরপর শুরু হয় রোনালদো ম্যাজিক। ৩৫ ও ৩৯ মিনিটে দুই গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় পর্তুগিজরা। দ্বিতীয়ার্ধেও দাপট চলে পর্তুগালের। ৬৮ মিনিটে ক্যানসেলোর গোল ব্যবধান ৪-০ করে ফেলে। শেষ দিকে সুযোগ তৈরি করেও ব্যবধান বাড়াতে পারেনি পর্তুগাল। সুইজারল্যান্ডও পারেনি ব্যবধান কমাতে। গ্রুপের আরেক ম্যাচে চেক রিপাবলিকের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে স্পেন। দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে শীর্ষে পর্তুগাল। সমান চার পয়েন্ট নিয়েও গোল গড়ে পিছিয়ে থাকায় দ্বিতীয় অবস্থানে চেক রিপাবলিক। দুই পয়েন্ট নিয়ে তৃতীয় স্পেন এবং কোনো পয়েন্ট না পাওয়া সুইজারল্যান্ড চতুর্থ স্থানে।
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা