অননুমোদিত রান্নার গ্যাস সিলিন্ডার বিক্রির বিরুদ্ধে বড় ধরনের অভিযানে চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ১০ জনকে আটক ও ১০ হাজার সিলিন্ডার জব্দ করেছে।
বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৪৫ জনের প্রাণহানির ঘটনায় মঙ্গলবার ও বুধবার সীতাকুণ্ড উপজেলা জুড়ে অভিযান চালায় এলিট ফোর্সের সদস্যরা।
র্যাব-৭ এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল এম এ ইউসুফ জানান, র্যাব-৭ এর দলগুলো ফৌজদারহাট তুলাতলী এলাকায় অভিযান পরিচালনা করে এবং অবৈধ গ্যাস সিলিন্ডার ব্যবসার সঙ্গে জড়িত একটি চক্রের তিন নেতাসহ ১০ জনকে আটক করে।
এসময় এলাকার বেশ কয়েকটি গ্যাস ও তেলের ডিপো সিল করে দিয়েছে।
—ইউএনবি
আরও পড়ুন
আশুলিয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে শ্রমিকের মৃত্যু, আহত ২
তিস্তার পানি কমতে থাকলেও বেড়েছে ভাঙন আতঙ্ক
সিরাজগঞ্জে দ্রুত গতিতে বাড়ছে যমুনার পানি