জেলা প্রতিনিধি, সিলেট :
ভারতের ক্ষমতাশীল দল বিজেপির মুখপাত্র কর্তৃক মহানবী হজরত মুহাম্মদ ( সা:) কে নিয়ে কটুক্তি ও অবমাননার প্রতিবাদে বিক্ষোভ ও সমাবেশে উত্তাল হয়ে উঠেছে সিলেট। এসময় প্রতিবাদে কম্পিত হয়ে উঠে সিলেট নগরীর প্রতিটি রাজপথ। প্রতিবাদ সমাবেশে সিলেট মহানগরীর বিভিন্ন এলাকা থেকে জড়ো হন মুসল্লিরা।
শুক্রবার বাদ জুমআ সিলেট নগরীর কামরান চত্ত্বরে বিক্ষোভ মিছিল সহকারে জড়ো হন ধর্মপ্রাণ মুসল্লিরা। প্রতিবাদ সমাবেশে দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি ও সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিবাদ জানানোর দাবী জানান ধর্মীয় নেতারা।
সিলেট ইমাম সমিতি সহ বিভিন্ন ধর্মপ্রাণ মুসলিম জনতা প্রতিবাদমুখর হয়ে খন্ড খন্ড বিক্ষোভ মিছিল সিলেটের কামরান চত্বরে(সিটি পয়েন্ট) এসে জমায়েত হয়। ইমাম সমিতির ডাকে সাড়া দিয়ে নগরীর বিভিন্ন এলাকা থেকে আলেম-উলামাসহ শত শত নবিপ্রেমী জনতা বিক্ষোভ মিছিলে অংশ নিয়ে জড় হন সিটি পয়েন্টে এলাকায়। বিক্ষোভ মিছিলে প্রকম্পিত হয়ে উঠে সিলেটের রাজপথ।
একই দাবিতে স্বতঃস্ফূর্তভাবে সাধারণ মুসল্লিরা বিক্ষোভে ফেটে পড়েন। বৃষ্টি উপেক্ষা করে মিছিলে সাধারণ জনতা, মাদরাসার ছাত্রশিক্ষক ছাড়াও ধর্মপ্রাণ মুসল্লিদের দাবি অবিলম্বে ভারতকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইতে হবে। অন্যথায় বিশ্বজুড়ে মুসলিমদের ক্ষোভের বিস্ফোরণ ঘটবে। সেই বিস্ফোরণের দাবানলে পুড়ে ছারখার হয়ে যাবে ভারত।
ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা ও মহানগর শাখা। শুক্রবার বাদ জুম’আ সিলেট কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে চৌহাট্টা পয়েন্টে গিয়ে দোয়ার মাধ্যমে সমাপ্ত হয়।
সংগঠনের সিলেট মহানগর সভাপতি আলহাজ্ব নজির আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ পরবর্তী প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক এডভোকেট মাওলানা মাহমুদুল হাসান।
এসময় তিনি বলেন, বিজেপির মুখপাত্র নূপুর শর্মা ও দিল্লি শাখার গণমাধ্যম প্রধান নবীন কুমার জিন্দাল রাসূল (সা) কে নিয়ে কটুক্তি করে মুসলমানদের কলিজায় আঘাত দিয়েছেন। বিশ্বের দুইশ’ কোটি মুসলমানের রক্তক্ষরণ ঘটিয়েছেন, যা মুসলমানরা কখনো মেনে নিতে পারেনা।
ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা সেক্রেটারী হাফিজ মাওলানা ইমাদ উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত বিক্ষোভ পরবর্তী প্রতিবাদ সভায় আরো বক্তব্য রাখেন সংগঠনের সিলেট জেলা সহ-সভাপতি মাওলানা মুহাম্মদ আমীর উদ্দীন, মহানগর সহ-সভাপতি ডাক্তার রিয়াজুল ইসলাম রিয়াজ।
বক্তারা বলেন, অত্যন্ত পরিতাপ ও লজ্জার বিষয় হল, সাড়া মুসলিম বিশ্বে যেখানে প্রতিবাদের ঝড় উঠেছে, ভারতীয় পণ্য বর্জনের আওয়াজ উঠেছে সেখানে কোনো এক রহস্যজনক কারণে বাংলাদেশ সরকার এখনো কোনো কথাই বলছেনা। এটা আমাদের দেশের জন্য খুবই লজ্জাজনক বিষয়। বক্তারা সরকারের কাছে এর প্রতিবাদের জন্য জোর দাবী জানান।
বক্তারা আরো বলেন, বিজেপি নেত্রীর এমন জঘন্য মন্তব্য ভারত সরকারের সাম্প্রদায়িকতার বহিঃপ্রকাশ। এটা সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর উস্কানি।
বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন সিলেট মহানগর সাংগঠনিক সম্পাদক মাওলানা মতিউর রহমান খান, জেলা সহ সাংগঠনিক সম্পাদক হাফিজ নোমান আহমদ ফাহাদ, বাংলাদেশ মুজাহিদ কমিটি সিলেট জেলা সভাপতি আলহাজ্ব ইসহাক আহমদ, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ সিলেট জেলা সভাপতি মাওলানা রেদওয়ানুল হক চৌধুরী রাজু, ইসলামী যুব আন্দোলন সিলেট জেলা সভাপতি মুফতি ফয়জুল হাসান চৌধুরী, মহানগর সভাপতি জহিরুল ইসলাম, ইসলামী ছাত্র আন্দোলন সিলেট মহানগর সভাপতি আব্দুল্লাহ আরাফাত প্রমূখ।
যুব জমিয়ত বাংলাদেশ সিলেট মহানগর শাখা শুক্রবার (১০ জুন) বাদ জুমআ নগরীর বন্দরবাজারস্থ কেন্দ্রীয় জামে মসজিদের সামন থেকে বিক্ষাভ মিছিলটি শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে সুরমা পয়েন্টে এসে পথসভায় মিলিত হয়।
সিলেট মহানগর যুব জমিয়তের সভাপতি মাওলানা কবীর আহমদ এর সভাপতিত্বে, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুফতি বাহরুল আমিন ও সাংগঠনিক সম্পাদক হাফিজ আব্দুল করিম দিলদারে যৌথ পরিচালনায় সভায় বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম সিলেট মহানগর সভাপতি মাওলানা খলিলুর রহমান, সাবেক সহ-সাধারণ সম্পাদক ও প্রবাসী জমিয়ত নেতা মাওলানা আলীনুর, মহানগর সাংগঠনিক সম্পাদক মাওলানা আক্তারুজ্জামান তালুকদার, জেলা জমিয়তের দপ্তর সম্পাদক মাওলানা সালেহ আহমদ শাহবাগী, মহানগর জমিয়তের অর্থ সম্পাদক মাওলানা জাহেদ আহমদ, মহানগর যুব জমিয়তের সহ-সভাপতি সৈয়দ উবায়দুর রহমান, আব্দুল কাদির জুনেদ, যুগ্ম সম্পাদক কাওছার আহমদ, অর্থ সম্পাদক আবু সুফিয়ান, হাবিব সালেহ, মহানগর ছাত্র জমিয়তের সভাপতি মোহাম্মদ লুৎফুর রহমান, সহ-সভাপতি আবুল খয়ের, কে. এম ফয়েজ আহমদ, আবু বকর সিদ্দিক প্রমুখ
সমাবেশে বক্তারা মহানবী হয়রত মুহাম্মদ (স.) কটূক্তির প্রতিবাদে কটূক্তিকারী নূপুর শর্মা ও নবীন জিন্দালের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
এদিকে শুধু সিলেট নগরী নয় শুক্রবার বাদ জুমআ সিলেটের বিভিন্ন উপজেলা ও ইউনিয়নে ইসলামী বিভিন্ন সংগঠন ও অন্যান্য বিভিন্ন সংগঠনের ব্যানারে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।
আরও পড়ুন
আশুলিয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে শ্রমিকের মৃত্যু, আহত ২
তিস্তার পানি কমতে থাকলেও বেড়েছে ভাঙন আতঙ্ক
সিরাজগঞ্জে দ্রুত গতিতে বাড়ছে যমুনার পানি