অনলাইন ডেস্ক :
গত বছরের ডিসেম্বরে ঘরের মাঠে ভারতের মেয়েদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ সাফ চ্যাম্পিয়নশিপ জয় করে বাংলাদেশের মেয়েরা। স্বাধীনতার ৫০ বছর পূরণে দেশের ক্রীড়াঙ্গনে এটিই ছিল সেরা অর্জন। এর প্রেক্ষিতেই বয়সভিত্তিক এই নারী দলকে রোববার (১৯ জুন) নিজ কার্যালয়ে সংবর্ধনা ও অর্থ পুরস্কার দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাফজয়ী নারী দলের ২৩ সদস্য পেয়েছে ৫ লাখ অর্থ পুরস্কার। নারী দলের পাশাপাশি সংবর্ধনা পেয়েছেন জাতীয় পুরুষ ফুটবল দল’ও। ২০২০ সালে ঢাকায় মুজিব বর্ষ আন্তর্জাতিক ফুটবল সিরিজে নেপালকে হারায় বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজ ১-০ ব্যবধানে জিতে নেয় জামাল ভুঁইয়ারা। প্রথম ম্যাচ ২-০ গোলে জিতে বাংলাদেশ। দ্বিতীয় ও শেষ ম্যাচ হয় গোল শূন্য ড্র। এই সিরিজ জয়ের ফলে প্রধানমন্ত্রীর তরফ থেকে সেই সিরিজের চূড়ান্ত স্কোয়াডে থাকা ২৫ ফুটবলার পেয়েছেন ৫ লাখ অর্থ পুরস্কার। এছাড়া সংবর্ধনা ও অর্থ পুরস্কার পেয়েছেন ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেট দলের ১৮ জন খেলোয়াড়। পুরুষ ফুটবল দলের কোচ-কর্মকর্তা আটজন, নারী ফুটবল দলের কোচ কর্মকর্তা ১০ জন এবং ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেট দলের চারজন কর্মকর্তাকে ২ লাখ টাকা করে উপহার দিয়েছেন। প্রধানমন্ত্রীর তরফ থেকে এই পুরস্কার পেয়ে আনন্দিত ফুটবলাররা। সামনে আরও ভাল করার প্রত্যয় শুনিয়েছেন নারী দলের রক্ষণভাগের খেলোয়াড় আঁখি খাতুন,’এই পুরস্কার আমাদের অনুপ্রেরণা জোগাবে। সামনের ম্যাচগুলোতে আমরা যেনো আরও ভাল করতে পারি সেই পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী। আমাদের জন্য দোয়া করবেন। ‘ জাতীয় দল ও বসুন্ধরা কিংসের ফরোয়ার্ড সুমন রেজা বলেন,’অবশ্যই এই পুরস্কার আমাদের অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। আমাদের আরও ভাল খেলতে হবে। ‘
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা