November 29, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, June 20th, 2022, 8:05 pm

নতুন নিয়ম পুরুষ থেকে নারী হওয়া সাঁতারুদের জন্য

অনলাইন ডেস্ক :

আন্তর্জাতিক সাঁতার ফেডারেশন (ফিনা) এবার রূপান্তরিত নারী সাঁতারুদের প্রতিযোগিতায় নামার ক্ষেত্রে নতুন বিধি-নিষেধ জারি করেছে। পুরুষ থেকে নারীতে রূপান্তরিত হয়েছেন―এমন সাঁতারুদের নারীদের বিভাগে অংশ নেওয়ার আগে প্রমাণ দিতে হবে যে বয়ঃসন্ধির পর তাদের শরীরে পুরুষত্বের কোনো লক্ষণ দেখা যায়নি। না হলে তাদের নারীদের বিভাগে অংশ নিতে দেওয়া হবে না। বুদাপেস্টে সাঁতারের বিশ্ব চ্যাম্পিয়নশিপ চলাকালীন ফিনার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফেডারেশনর ১৫২ জন সদস্যের মধ্যে ১০৮ জন প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছেন। ফিনা জানিয়েছে, বয়ঃসন্ধির পরে কোনো রূপান্তরিত নারী সাঁতারুর শরীরে যদি পুরুষত্বের লক্ষণ দেখা যায়, তাহলে তার শারীরিক ক্ষমতা অন্য নারীদের চেয়ে বেশি হবে। সে ক্ষেত্রে তাকে নারীদের বিভাগে অংশ নিতে দিলে বাকিদের চেয়ে তিনি কিছুটা হলেও বেশি সুবিধা পাবেন। কোনো প্রতিযোগিতায় অংশ নেওয়া সকল প্রতিযোগীর মাঝে সমতা নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফিনা আরো জানিয়েছে, রূপান্তরিত সাঁতারুদের জন্য পুরুষ, নারী বাদে অন্য একটি বিভাগ নিয়ে আসার কথা হয়েছে। ফেডারেশনর সভাপতি হুসেন আল মুসল্লম বলেছেন, ‘আমাদের কাছে প্রত্যেক প্রতিযোগী সমান। আলাদা একটি বিভাগ তৈরি করলে রূপান্তরিত প্রতিযোগীরা সর্বোচ্চ স্তরে অংশ নিতে পারবে। আর কোনো সমস্যা থাকবে না। আগে খেলায় এই ধরনের উদ্যোগ নেওয়া হয়নি। তাই সব সাঁতারুর মতামত জানতে চেয়েছি আমরা। ‘