অনলাইন ডেস্ক :
পানামার প্রেসিডেন্ট লরেন্তিনো কর্টিজো ব্লাড ক্যানসারে আক্রান্ত হয়েছেন। ৬৯ বছর বয়সী এই প্রেসিডেন্ট বলেন, তিনি সুস্থ আছেন ও ভালো বোধ করছেন। খবর এএফপির। টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে প্রেসিডেন্ট কর্টিজো (৬৯) বলেন, মে মাসের শেষের দিকে রুটিন পরীক্ষার পর ডাক্তাররা তার রক্তে হিমোগ্লোবিন ও শ্বেতকনিকার মাত্রা কমে যাওয়ার বিষয়টি শনাক্ত করেন। এরপর বায়োপসি শেষে তার শরীরে ক্যানসার শনাক্ত হয় বলে কর্টিজ জানান। প্রেসিডেন্ট বলেন, রোগের মাত্রা সম্পর্কে জানতে জুলাই মাসে তিনি যুক্তরাষ্ট্রের হিউস্টনে আবারও পরীক্ষা করাবেন। তিনি আরও বলেন, আমি বলতে চাচ্ছি আমি ভালো আছি, সুস্থ আছি। আমি আমার নিয়মিত কাজকর্ম চালিয়ে যাব।তিনি আরও বলেন, আমি বলতে চাচ্ছি আমি ভালো আছি, সুস্থ আছি। আমি আমার নিয়মিত কাজকর্ম চালিয়ে যাব।
আরও পড়ুন
গাজায় গত একদিনে নিহত ৫২
তীব্রতর হচ্ছে ইসরায়েলি হামলায় লেবাননে যুদ্ধ
হারিকেন হেলেনে যুক্তরাষ্ট্রে অন্তত ৯০ জনের মৃত্যু