November 29, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, June 22nd, 2022, 12:35 pm

আফগানিস্তানে ভূমিকম্পে ২৫৫ জন নিহত

ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক :

আফগানিস্তানের পাকতিকা প্রদেশে বুধবার ভোরে একটি শক্তিশালী ভূমিকম্পে অন্তত ২৫৫ জন নিহত হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

৬ দশমিক ১ মাত্রার এ ভূমিকম্পে আফগানিস্তান ও পাকিস্তানের কিছু এলাকা কেঁপে ওঠে।

দেশটির রাষ্ট্রপরিচালিত বাখতার বার্তা সংস্থা মৃতের তথ্য জানিয়েছে। এতে বলা হয়, উদ্ধারকারীরা হেলিকপ্টারে করে আসছে।

নিউজ এজেন্সির মহাপরিচালক আব্দুল ওয়াহিদ রায়ান টুইটারে লিখেছেন, পাকতিকায় ৯০টি বাড়ি ধ্বংস হয়ে গেছে এবং কয়েক ডজন লোক ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছে বলে ধারণা করা হচ্ছে।

পাকিস্তান সীমান্তের কাছে পাকতিকা প্রদেশের ফুটেজে দেখা যাচ্ছে, ক্ষতিগ্রস্তদের হেলিকপ্টারে করে ওই এলাকা থেকে নিয়ে যাওয়া হচ্ছে। প্রদেশ থেকে অনলাইনে ব্যাপকভাবে প্রচারিত ছবিতে ধ্বংসপ্রাপ্ত পাথরের বাড়িগুলো দেখানো হয়েছে, যেখানে বাসিন্দারা মাটির ইট এবং অন্যান্য ধ্বংসস্তূপের মধ্য দিয়ে বাছাই করছেন৷

তালেবান সরকারের একজন ডেপুটি মুখপাত্র বিলাল করিমি টুইটারে লিখেছেন, ‘একটি ভয়াবহ ভূমিকম্প পাকতিকা প্রদেশের চারটি জেলায় কেঁপে ওঠে, আমাদের শত শত দেশবাসীকে হত্যা ও আহত করেছে এবং কয়েক ডজন ঘরবাড়ি ধ্বংস করেছে।’

তিনি লিখেন, ‘আরও বিপর্যয় এড়াতে আমরা সমস্ত সাহায্য সংস্থাকে দ্রুত এলাকায় দল পাঠাতে আহ্বান জানিয়েছে।’

প্রতিবেশী পাকিস্তানের আবহাওয়া বিভাগ ভূমিকম্পের মাত্রা ৬ দমমিক ১ মাত্রা বলে জানিয়েছে। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ এবং পূর্ব পাঞ্জাব প্রদেশের অন্যত্রও কম্পন অনুভূত হয়েছে।

ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিকাল সেন্টার জানিয়েছে, ভূমিকম্পটি আফগানিস্তান, পাকিস্তান এবং ভারতের ৫০০ কিলোমিটার এলাকাজুড়ে অনুভূত হয়েছে।