November 26, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, June 23rd, 2022, 12:42 pm

দক্ষিণ-পূর্ব এশিয়া, মধ্যপ্রাচ্য ও ইউরোপে করোনায় শনাক্ত বেড়েছে

দক্ষিণ-পূর্ব এশিয়া, মধ্যপ্রাচ্য ও ইউরোপে গত এক সপ্তাহে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েছে। তবে এ সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে বিশ্বব্যাপী মৃত্যুর সংখ্যা ১৬ শতাংশ হ্রাস পেয়েছে।
বুধবার সর্বশেষ সাপ্তাহিক মহামারি প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
বিশ্ব স্বাস্থ্য জানায়, গত এক সপ্তাহে তিন দশমিক তিন মিলিয়ন মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন যা চার শতাংশ হ্রাস এবং সাড়ে সাত হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে।
তবে করোনা আক্রান্তের সংখ্যা দক্ষিণ-পূর্ব এশিয়া ও মধ্যপ্রাচ্যে ৪৫ শতাংশ এবং ইউরোপে ছয় শতাংশ বৃদ্ধি পেয়েছে। শুধু দক্ষিণ-পূর্ব এশিয়ায় একমাত্র অঞ্চল যেখানে করোনায় মৃত্যু চার শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং অন্যত্র কমেছে।
মহামারি বিশেষজ্ঞ ও দক্ষিণ আফ্রিকার কোয়াজুলু-নাটাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সেলিম আবদুল করিম বলেন, কোভিড-১৯ এর শনাক্তের সংখ্যা ‘ট্রফ’ স্তরে পৌঁছেছে এবং গত আড়াই বছরে খুব বেশি দেখা যায়নি। তবে তিনি সতর্ক করে বলেছেন, ব্রিটেনসহ কিছু দেশে করোনায় শনাক্ত ফের বাড়তে শুরু করেছে।

—ইউএনবি