অনলাইন ডেস্ক :
কাতার বিশ্বকাপের জন্য দেশগুলোর স্কোয়াড গঠনে নতুন নিয়ম করেছে ফিফা। আগের চেয়ে তিন জন খেলোয়াড় বেশি নিয়ে যেতে পারবে দলগুলো। ফুটবল বিশ্বকাপ সাধারণত হয়ে থাকে গ্রীষ্মে। তবে এই সময়ে কাতারের তাপমাত্রা অত্যধিক হওয়ার কারণে বিশেষ বিবেচনায় এবারের আসরটি হচ্ছে শীতকালে; আগামী ২১ নভেম্বর শুরু হয়ে শেষ হবে ১৮ ডিসেম্বর। স্বাভাবিক সময়ের এই পরিবর্তন এবং সঙ্গে করোনাভাইরাস মহামারির কারণে স্কোয়াডের আকার বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্তা সংস্থা। আগে সর্বোচ্চ ২৩ জন করে খেলোয়াড় নিয়ে বিশ্বকাপের স্কোয়াড সাজানোর অনুমতি ছিল। তবে বৃহস্পতিবার ফিফা জানায়, এবার সর্বোচ্চ ২৬ জন খেলোয়াড় নিয়ে স্কোয়াড গড়া যাবে। মহামারির কারণে গত বছর উয়েফাও ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে তিন জন বেশি খেলোয়াড় নিয়ে স্কোয়াড গড়ার অনুমতি দিয়েছিল। আসছে বিশ্বকাপসহ স্থায়ীভাবে ফুটবলে ৫ জন বদলি খেলোয়াড় নামানোর অনুমতিও কদিন আগে চূড়ান্ত করা হয়েছে। কোভিড-১৯ এর কারণে প্রাথমিকভাবে এই নিয়ম চালু হয়েছিল।
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা