অনলাইন ডেস্ক :
চীনের সাংহাইয়ে বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান নিও’র অফিসের তিনতলা থেকে একটি ইলেক্ট্রিক গাড়ি নিচে পড়ে গেছে। এ ঘটনায় গাড়িটি দুমড়ে-মুচড়ে গেছে। এতে দুইজন নিহত হয়েছে। নিহতদের একজন নিও কোম্পানির কর্মী। অপরজন নিও’র অংশীদার কোম্পানির মালিকপক্ষের সদস্য। বিবিসির খবরে বলা হয়েছে, স্থানীয় সময় গত বুধবার বিকেলে দুর্ঘটনাটি ঘটে। ওই সময় নিহত দুই ব্যক্তি গাড়িটির মধ্যেই ছিলেন। অনাকাঙিক্ষত এ মৃত্যুর ঘটনায় বেশ চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। সাধারণ নাগরিকদের তোপের মুখে পড়েছে গাড়ি কোম্পানিটি। অবশ্য এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছে নিও কর্তৃপক্ষ। এক বিবৃতিতে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়েছে, এ ঘটনায় আমরা খুবই মর্মাহত। আমাদের সহকর্মী ও অংশীদার প্রতিষ্ঠানের কর্মীর মৃত্যুতে শোক প্রকাশ করছি। সেই সঙ্গে নিহতদের স্বজনদের প্রতি সমবেদনা জানাচ্ছি। নিও কোম্পানি আরও জানিয়েছে, তারা এ ব্যাপারে তৎক্ষণাৎ তদন্ত শুরু করেছে। সরকারি কর্মকর্তাদের তদন্তেও সহায়তা করা হবে। যেখান থেকে গাড়িটি নিচে পড়ে, ওই জায়গাটি আসলে একটি শোরুম বা গাড়ি পরীক্ষা-নিরীক্ষার স্থান। এ ঘটনার কিছু ছবি ও অন্তত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, একটি আকাশচুম্বী ভবনের নিচে বিধ্বস্ত একটি গাড়ি থেকে দুই যাত্রীকে উদ্ধারের চেষ্টা করছে উদ্ধারকারী একটি দল।
আরও পড়ুন
গাজায় গত একদিনে নিহত ৫২
তীব্রতর হচ্ছে ইসরায়েলি হামলায় লেবাননে যুদ্ধ
হারিকেন হেলেনে যুক্তরাষ্ট্রে অন্তত ৯০ জনের মৃত্যু