October 18, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, June 26th, 2022, 7:41 pm

এবার নতুন জুটি পলাশ-সাদিয়া

অনলাইন ডেস্ক :

মিস্টার হিলার নামে একটি টেলিমেডিসিন অ্যাপের ওভিসিতে অভিনয় করলেন ‘ব্যাচেলর পয়েন্ট’খ্যাত অভিনেতা জিয়াউল হক পলাশ। তার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন অভিনেত্রী সাদিয়া আয়মান। এটি পরিচালনা করেছেন তরুণ নির্মাতা সিজু খান ও আকাশ হক। শুটিংয়ের অভিজ্ঞতা জানিয়ে জিয়াউল হক পলাশ বলেনÑ‘শুটিংয়ের অভিজ্ঞতা বলতে গেলে আবারো চার্জডআপ হয়ে যাব। কারণ এই কাজটি করতে গিয়ে একদল নতুন মানুষের সঙ্গে পরিচয় হয়েছে। একটি নতুন কোম্পানি, নতুন কনটেন্ট, দুজন ফ্রেশ ডিরেক্টর; যাদের মধ্যে অসম্ভব রকমের ডেডিকেশন দেখেছি। পুরোনো মানুষ বলতে কেবল নবীর ভাই ছিলেন। নবী ভাই আমাদের পুরোনো সহযোদ্ধা, ছবিয়ালের শুরুতে আমি নবীর ভাইকে পেয়েছি। সবকিছু মিলিয়ে কাজের অভিজ্ঞতা দারুণ।’ নবাগত সাদিয়ার সঙ্গে কাজের অভিজ্ঞতা জানিয়ে পলাশ বলেন, ‘সাদিয়ার সঙ্গে এটা আমার প্রথম কাজ, দারুণ পারফর্ম করেছে। আসলে দিনশেষে আত্মতৃপ্তি নিয়ে বাড়ি ফেরাই সবচেয়ে বড় কথা। প্যাকআপের পরে যখন বাড়ি ফিরছিলাম, তখন আমার কাছে মনে হচ্ছিলো, যাক এমন একদল মানুষের সঙ্গে কাজটি করতে পেরেছি যারা হাসিমুখে দিনটা শুরু করেছেন আবার হাসিমুখেই আমাকে বাড়ি পাঠিয়েছেন; এই জিনিসটা আমার কাছে ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ।’ পলাশের সঙ্গে কাজের অভিজ্ঞতা জানিয়ে সাদিয়া আয়মান বলেন, ‘পলাশ ভাইয়ার সঙ্গে প্রথম কাজ করলাম। পলাশ ভাইয়ার সঙ্গে কাজ করতে পেরে অসম্ভব রকম আরামবোধ করেছি। সেই সঙ্গে সিজু ভাই আর আকাশ ভাইয়ের প্রথম ডিরেকশনের কাজটি করতে পেরেও ভালো লাগছে। ভাইয়াদের জন্য অনেক অনেক শুভ কামনা। ইনশাল্লাহ, সামনে তাদের সঙ্গে আরো ভালো ভালো কাজ করব। এ ছাড়া যে চরিত্রে অভিনয় করেছি সেটাও আমার জন্য নতুন এক অভিজ্ঞতা ছিল। আশা করছি, দর্শকরাও বেশ পছন্দ করবেন কাজটি।’ গত ২১ জুন ঢাকায় শেষ হয়েছে ওভিসিটির দৃশ্যধারণের কাজ। ছবিয়ালের সহকারী পরিচালক হিসেবে কাজ করা সিজু খান ওভিসি কনটেন্টটির প্রযোজক-পরিচালক। তিনি বলেনÑ‘ভিন্নধর্মী একটি গল্পের মাধ্যমে জিয়াউল হক পলাশ ও সাদিয়া আয়মানকে একটু আলাদাভাবে উপস্থাপন করতে চেয়েছি। কমার্শিয়াল মার্কেটের জন্য এটা আমার প্রথম কাজ। আমার গুরু, বস মোস্তফা সরয়ার ফারুকী এবং নুসরাত ইমরোজ তিশা ভাবির সাপোর্ট এবং অনুমতি ছাড়া এই কাজটি করা সম্ভব ছিল না।’ ওভিসির অন্যতম পরিচালক আকাশ হক বলেন, ‘আগস্ট মাসের শুরুতে মুক্তি পেতে পারে কাজটি। আশা করছি, সব শ্রেণির দর্শকদেরই ভালো লাগবে।’