November 29, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, June 27th, 2022, 7:46 pm

উইম্বলডনকে কাজে লাগাচ্ছেন পোলিশ খেলোয়াড়

অনলাইন ডেস্ক :

ইউক্রেনের মানুষের পাশে দাঁড়াতে টেনিসকে কাজে লাগাচ্ছেন হুবার্ট হুরকাজ। নিজ দেশ পোল্যান্ডের মতো ইউক্রেনে রাশিয়া আগ্রাসনের বিরোধী তিনি। তাই উইম্বলডনে শক্তিশালী প্রতিটি সার্ভকে অনুদান উত্তোলনের অন্যতম মাধ্যম হিসেবে বেছে নিয়েছেন। হুরকাজ ঘোষণা দিয়েছেন, উইম্বলডনে তিনি যতগুলো এস মারবেন। প্রতিটির জন্য একশ ইউরো দান করবেন ইউক্রেনকে। যা বাংলাদেশি মুদ্রায় ৯ হাজার ৮০৬ টাকার মতো। ঘাসের কোর্টের জন্য হুরকাজের সার্ভ ভীষণ কার্যকরী। এই বছরে এটিপির সর্বাধিক এস সার্ভের তালিকাতেও তিনি তৃতীয়। ৩৯টি ম্যাচে ৪৫২টি! অর্থাৎ গড়ে এস সার্ভ করেছেন ১১টির বেশি। তার মধ্যে ৭০টি এসেছে শেষ ৬ ম্যাচে ঘাসের কোর্টে। টুর্নামেন্টে এসেছেন হ্যালের ফাইনালে দানিল মেদভেদেভকে হারিয়ে। তাই আত্মবিশ্বাসের সঙ্গে টুইটারে তিনি ঘোষণা দিয়েছেন, ‘আমি ঘোষণা দিতে চাই যে, টুর্নামেন্টে প্রতিটি এসের জন্য আমি ১০০ ইউরো ইউক্রেনের মানুষের সহায়তায় দান করবো। আশা করছি আমার সার্ভগুলো কাজে আসবে।’ হুরকাজ তার লড়াই শুরু করবেন সোমবার। প্রথম রাউন্ডে তার প্রতিপক্ষ স্পেনের আলেহান্দ্রো দাভিদোভিচ ফোকিনা। রাশিয়ার আগ্রাসনের কারণে এই উইম্বলডনেও নিষিদ্ধ করা হয়েছে রাশিয়ান ও বেলারুশিয়ান খেলোয়াড়দের।