অনলাইন ডেস্ক :
অক্টোবরে অনুষ্ঠিত হতে চলা টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট নিউজিল্যান্ড। সিরিজে আমন্ত্রণ পেয়েছে বাংলাদেশ ও পাকিস্তান। সিরিজের সব পক্ষের সম্মতি পাওয়ার পর এবার সিরিজের সূচি ঘোষণা করেছে স্বাগতিক নিউজিল্যান্ড। আগামী ৭ অক্টোবর বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ দিয়ে শুরু হবে এই ত্রিদেশীয় সিরিজ। ৮ অক্টোবর স্বাগতিক ও পাকিস্তানের ম্যাচ। বাবর আজমের দলের বিপক্ষে কিউইদের পরের ম্যাচ ৯ অক্টোবর। বাংলাদেশের বিপক্ষে স্বাগতিকরা খেলবে ৯ ও ১২ অক্টোবর। ১৩ অক্টোবর বাংলাদেশ তাদের চতুর্থ ম্যাচ খেলবে পাকিস্তানের সঙ্গে। ১৪ অক্টোবর হবে ফাইনাল। সিরিজের ফরম্যাট হবে ডাবল হেডার, তথা প্রথম পর্বে তিন দেশই একে অন্যের বিপক্ষে দুইবার করে খেলবে। এরপর সর্বোচ্চ পয়েন্ট পাওয়া দুই দল মুখোমুখি হবে ফাইনালে। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে। ত্রিদেশীয় সিরিজের পূর্ণাঙ্গ সূচি-
বাংলাদেশ-পাকিস্তান (৮ অক্টোবর, সকাল ৯টা)
নিউজিল্যান্ড-পাকিস্তান (৯ অক্টোবর, দুপুর ১টা)
নিউজিল্যান্ড-বাংলাদেশ (১০ অক্টোবর, দুপুর ১টা)
নিউজিল্যান্ড-পাকিস্তান (১২ অক্টোবর, সকাল ৯টা)
নিউজিল্যান্ড-বাংলাদেশ (১৩ অক্টোবর, সকাল ৯টা)
বাংলাদেশ-পাকিস্তান (১৪ অক্টোবর, সকাল ৯টা)
ফাইনাল (১৫ অক্টোবর, সকাল ৯টা)
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা