অনলাইন ডেস্ক :
২০২০ সালে বার্সেলোনার দায়িত্ব ছাড়ার পর অবসরেই সময় পার করেছেন এরনেস্তো ভালভের্দে। ২০২২-এ এসে নতুন ঠিকানা খুঁজে নিয়েছেন স্প্যানিশ এই কোচ। নতুন মৌসুমে ভালভের্দেকে দেখা যাবে আতলেতিকো বিলবাওয়ের ডাগ আউটে। বৃহস্পতিবার (৩০ জুন) দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভালভের্দের যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে বিলবাও। সর্বশেষ ২০১৭-এর মে থেকে ২০২০-এর জানুয়ারি পর্যন্ত বার্সেলোনার প্রধান কোচের দায়িত্ব সামলিয়েছেন তিনি। তার অধীনে বার্সেলোনা জিতেছে দুটি লা লিগা শিরোপা, একটি করে কোপা দেল রে ও স্প্যানিশ সুপার কাপ। তৃতীয় দফায় বিলবাওয়ের প্রধান কোচের দায়িত্ব নিলেন ভালভের্দে। এর আগে ২০০৩ থেকে ২০০৫ এবং ২০১৩ থেকে ২০১৭ সাল পর্যন্ত এই দলের প্রধান কোচের ভূমিকায় ছিলেন। এ ছাড়া ২০০২ সালে দলটির সহকারী কোচের দায়িত্বও পালন করেছেন। তার অধীনেই ২০১৫ সালে স্প্যানিশ সুপার কাপ জয় করে বিলবাও।
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা