September 23, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, July 1st, 2022, 8:51 pm

নাটোরে ‘বাইকার গ্রুপের’ ৫ সদস্য আটক

নাটোরে অভ্যন্তরীণ সড়কে অস্ত্রের মুখে টাকা ছিনিয়ে নেয়া বাইকার গ্রুপের পাঁচ সদস্যকে আটক করেছে পুলিশ। এই সময় তাদের কাছ থেকে দুটি মোটরসাইকেল, দুটি চাপাতি ও নগদ ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়।

আটক ব্যক্তিরা হলেন- আব্দুল করিম, সোহেল রানা, রইচ উদ্দিন, ইয়াকুব ও রাজিব ওরফে রাজু (২৮)। আটক রইচের বাড়ি পাবনার সুজানগরে এবং বাকি চারজনের বাড়ি নাটোরের সিংড়া উপজেলায়।

শুক্রবার দুপুরে এক সংবাদ সম্মেলনে জেলা পুলিশ সুপার লিটন কুমার সাহা এসব তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, বাইকার গ্রুপের সদস্যরা নাটোর জেলার বিভিন্ন ব্যাংক, বীমা, আর্থিক প্রতিষ্ঠান ও বড় বড় ব্যবসা প্রতিষ্ঠানের সামনে তাদের সোর্স রেখে দেয়। সোর্সের দেয়া তথ্য অনুযায়ী বাইকে অর্থ বহনকারীদের টার্গেট করে ফাঁকা রাস্তায় ব্যারিকেড দিয়ে অস্ত্রের মুখে টাকা ছিনিয়ে নেয়া হয়। চলতি বছরের মার্চ থেকে জুন পর্যন্ত জেলার সিংড়া, গুরুদাসপুর ও বড়াইগ্রাম উপজেলার অভ্যন্তরীণ সড়কে ঘটে যাওয়া ছিনতাইয়ের তদন্ত করতে গিয়ে বাইকার গ্রুপের সন্ধান পায় পুলিশ।

তিনি বলেন, পরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে রাজু ছাড়া বাকি চারজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

—ইউএনবি