অনলাইন ডেস্ক :
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস সড়ক নিরাপত্তার জন্য সার্বিক পদক্ষেপ বৃদ্ধির আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার সড়ক নিরাপত্তার উন্নয়নে জাতিসংঘ সাধারণ পরিষদের উচ্চ পর্যায়ের বৈঠকে তিনি এ মন্তব্য করেন।
গুতেরেস বলেন, সড়ক দুর্ঘটনার সঙ্গে দুর্বল অবকাঠামো, অপরিকল্পিত নগরায়ন, শিথিল সামাজিক সুরক্ষা,স্বাস্থ্যসেবা ব্যবস্থা, সীমিত সড়ক নিরাপত্তা জ্ঞান ও অসমতার বিষয়গুলো ঘনিষ্ঠভাবে জড়িত।
অনিরাপদ সড়ক উন্নয়নের প্রধান অন্তরায় বলে উল্লেখ করেন তিনি।
মহাসচিব বলেন, সড়ক দুর্ঘটনাগুলো একজন উপার্জনকারীর মৃত্যু বা তার জন্য চিকিৎসা খরচবৃদ্ধির মাধ্যমে পরিবারকে দারিদ্র্যের দিকে ঠেলে দিতে পারে। এসব কারণে উন্নয়নশীল দেশগুলো প্রতি বছর জিডিপির ২ থেকে ৫ শতাংশ হারায়৷
জাতিসংঘের সংস্থাগুলো ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় মৃত্যু এবং আহতের সংখ্যা অর্ধেকে কমিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করেছে।
তিনি জাতিসংঘ সড়ক নিরাপত্তা তহবিলের মাধ্যমে অত্যন্ত প্রয়োজনীয় আর্থিক ও কারিগরি অবদান বাড়াতে সকল দাতাদের প্রতি আহ্বান জানান।
তিনি বলেন, সবাইকে নিয়ে আমরা জীবন বাঁচাতে পারি, উন্নয়নে সহায়তা করতে পারি এবং আমাদের বিশ্বকে নিরাপদ সড়কের দিকে নিয়ে যেতে পারি।
আরও পড়ুন
এলডিসি গ্রাজুয়েশনে বাংলাদেশের সুষ্ঠু উত্তরণে পূর্ণ সহায়তার আশ্বাস জাতিসংঘের
জুলাই-আগস্ট হত্যাকাণ্ডে মানবতাবিরোধী অপরাধের মামলা নিয়ে ইউনূস-আইসিসির আলোচনা
দেশ সংস্কারে, দুর্নীতির বিরুদ্ধে লড়াই ও পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে সহায়তা দেবে যুক্তরাষ্ট্র