অনলাইন ডেস্ক :
উইম্বলডন ওপেনের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছেন সার্বিয়ান তারকা নোভাক জোকোভিচ। প্রি-কোয়ার্টার ফাইনালে জোকোভিচ হারিয়েছেন নেদারল্যান্ডসের টিম ভ্যান রিথোভেনকে। এ নিয়ে উইম্বলডনে ৮৩টি ম্যাচ জেতা হয়ে গেল জোকোভিচের। কোয়ার্টার ফাইনালে পৌঁছনোর লক্ষ্যে অল ইংল্যান্ড ক্লাবে চতুর্থ রাউন্ডে রিথোভেনের মুখোমুখি হয়েছিলেন জোকোভিচ। বিশ্বের ২০৫ নম্বর সিঙ্গেলস তারকার বিরুদ্ধে এক সেট খোয়ালেও, ৬-২, ৪-৬, ৬-১, ৬-২ স্কোরলাইনে জিতলেন তিনি। ২০১৭ সালের কোয়ার্টার ফাইনালে টমাস বার্ডিচের বিপক্ষে ম্যাচে চোটের কারণে ছিটকে যাওয়ার পর থেকে উইম্বলডনে অপরাজিত জকোভিচ। এবারও তিনি যদি উইম্বলডন জেতেন, তাহলে পিট স্যাম্প্রাসের সাত বারের উইম্বলডন জয়ের রেকর্ড (রজার ফেদেরারের পর দ্বিতীয় সর্বোচ্চ) স্পর্শ করবেন জোকোভিচ।
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা