November 29, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, July 6th, 2022, 7:45 pm

রাশিয়ায় বন্দি যুক্তরাষ্ট্রের খেলোয়াড়

অনলাইন ডেস্ক :

ঘটনাটি এ বছরের ফেব্রুরায়িতে। বাস্কেটবলের একটি টুর্নামেন্ট খেলতে রাশিয়ায় যান অলিম্পিকে দুইবার সোনাজয়ী যুক্তরাষ্ট্রের মহিলা খেলোয়াড় ব্রিটনি গ্রিনার। রাশিয়ায় পা রাখার পরেই ঘটে বিপত্তি। মস্কো বিমানবন্দরে অবতরণের পরেই তাঁকে গ্রেফতার করা হয়। তাঁর ব্যাগে মাদক পাওয়া গিয়েছিল বলে জানিয়েছিল রাশিয়ার পুলিশ। তারপর থেকে জেলে বন্দি ব্রিটনি। জেল থেকে মুক্তি পাওয়ার জন্য যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে চিঠি লিখেছেন ব্রিটনি। তাঁর দাবি, মিথ্যা অভিযোগে গ্রেফতার করা হয়েছে তাঁকে। রাশিয়ার জেলে বসেই ব্রিটনি লিখেছেন,’জেলে থাকতে আমি ভয় পাচ্ছি। পরিবার, বন্ধুদের কথা মনে পড়ছে। মনে হচ্ছে, সারা জীবন জেলেই না কাটাতে হয় আমাকে। আমার পরিবার খুব কষ্টে রয়েছে। দয়া করে এখান থেকে আমার মুক্তির ব্যবস্থা করুন। ‘চলতি বছর এপ্রিল মাসে বন্দি আদান-প্রদান করেছে যুক্তরাষ্ট্র ও রাশিয়া। যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর এক সদস্যের বিনিময়ে রাশিয়ার বিমানবাহিনীর এক পাইলটকে ছাড়া হয়। কিন্তু ব্রিটনিকে নিয়ে কোনও আলোচনা হয়নি। তাই এ বার সরাসরি বাইডেনকে চিঠি লিখেছেন তিনি। ব্রিটনি আরও লিখেছেন,’আমি বুঝতে পারি যে আপনি (জো বাইডেন) অনেক কিছু নিয়ে কাজ করছেন; কিন্তু দয়া করে আমাকে এবং অন্যান্য আমেরিকান বন্দীদের সম্পর্কে ভুলবেন না। অনুগ্রহ করে আমাদের বাড়িতে নিয়ে আসার জন্য আপনি যা করতে পারেন তা করুন। ‘ ২০১৬ রিও ডি জেনেইরো এবং ২০২০ টোকিও অলিম্পিকে যুক্তরাষ্ট্রের সোনাজয়ী মহিলা বাস্কেটবল দলের অন্যতম সদস্য ছিলেন ব্রিটনি গ্রিনার।