অনলাইন ডেস্ক :
মালির উত্তরাঞ্চলে মাইন বিস্ফোরণে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের দুই শান্তিরক্ষী নিহত হয়েছেন এবং অন্তত পাঁচ জন গুরুতর আহত হয়েছেন। গত মঙ্গলবার এই ঘটনা। হতাহত সবাই মিশরের নাগরিক বলে জানা গেছে। মালিতে জাতিসংঘ শান্তিরক্ষী মিশন (মিনুসমা) এক বিবৃতিতে জানিয়েছে, শান্তিরক্ষীদের বহনকারী সাঁজোয়া যান সড়কে পুতে রাখা একটি মাইনের ওপর উঠে গেলে সেটি বিস্ফোরিত হয়। স্থানীয় সময় গত মঙ্গলবার সকালে উত্তর মালির গাও শহর ও তেশালিত গ্রামের মধ্যবর্তী সড়কে ঘটনাটি ঘটে। বিবৃতিতে আরো বলা হয়, প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী আহত হওয়ার পর দুই শান্তিরক্ষীর মৃত্যু হয় এবং আরো পাঁচ জন গুরুতর আহত হয়েছেন। বার্তা সংস্থা রয়টার্সের খবর অনুসারে, ইউনাইটেড নেশন্স মাল্টিডাইমেনশনাল ইন্টিগ্রেটেড স্টাবিলাইজেশন মিশন ইন মালি (এমআইএনইউএসএমএ)-র অধীনে দেশটিতে বর্তমানে প্রায় ১২ হাজার ২০০ শান্তিরক্ষী মোতায়েন আছে। ২০১৩ সালের আগস্ট থেকে এ পর্যন্ত বিভিন্ন আক্রমণে অন্তত ১৭৪ শান্তিরক্ষী নিহত ও ৪২০ জনেরও বেশি আহত হয়েছেন।
আরও পড়ুন
গাজায় গত একদিনে নিহত ৫২
তীব্রতর হচ্ছে ইসরায়েলি হামলায় লেবাননে যুদ্ধ
হারিকেন হেলেনে যুক্তরাষ্ট্রে অন্তত ৯০ জনের মৃত্যু