ঈদুল আজহা উপলক্ষ্যে স্বজনদের সঙ্গে ছুটি কাটাতে গত ৮ ও ৯ জুলাই ৬৫ লাখেরও বেশি মোবাইল ফোন ব্যবহারকারী ঢাকা ছেড়েছেন। সোমবার বাংলাদেশের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার এক ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছেন।
পোস্টে তিনি জানান, ঈদের আগের দুই দিনে বিভিন্ন মোবাইল ফোন অপারেটরের মোট ৬৫ লাখ ৭৮ হাজার ৮৬৬ গ্রাহক রাজধানী ছেড়েছেন।
তিনি মোবাইল অপারেটরদের দেয়া একটি চার্টও শেয়ার করেছেন তার পোস্টে। যাতে দেখা যায় ৮ জুলাই একদিনে মোট ৩৫ লাখ ৩০ হাজার ৭৩২ জন গ্রাহক এবং ৯ জুলাই একদিনে মোট ৩০ লাখ ৪৮ হাজার ১৩৪ জন রাজধানী ছেড়েছেন।
তাদের মধ্যে ৩৪ লাখ ৪৮ হাজার ১২ জন গ্রামীণফোন ব্যবহারকারী, ১৫ লাখ ৪৫ হাজার ১০৯ জন রবি ব্যবহারকারী, ১৪ লাখ ১৭ হাজার ১১৪ জন বাংলালিংক ব্যবহারকারী এবং এক লাখ ৬৮ হাজার ৬৩১ জন টেলিটক ব্যবহারকারী।
—-ইউএনবি
আরও পড়ুন
আশুলিয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে শ্রমিকের মৃত্যু, আহত ২
তিস্তার পানি কমতে থাকলেও বেড়েছে ভাঙন আতঙ্ক
সিরাজগঞ্জে দ্রুত গতিতে বাড়ছে যমুনার পানি