অনলাইন ডেস্ক :
প্রতিযোগিতা এবং প্রতিদ্বন্দ্বিতায় ছাড় দেন না দুই দেশের ক্রিকেটাররা। অনেক সময় তাদের ক্রিকেট চলে যায় দেশের রাজনৈতিক মহলের আলোচনায়। যেন একে অপরের চির প্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। তবে এর মধ্যেও ক্রিকেটারদের মধ্যে গড়ে ওঠে বন্ধুত্ব। প্রতিদ্বন্দ্বিতা ভুলে অনেক সময় শুভাক্সক্ষাখি হয়ে উঠতে দেখা যায় দুই দেশের ক্রিকেটারদের। এবার ভারতের সাবেক অধিনায়কের দুঃসময়ে ভেঙে না পড়ার পরামর্শ দিলেন পাকিস্তানের বর্তমান অধিনায়ক বাবর আজম। সেরা হওয়ার দৌড়ে দুজনের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা থাকলেও একজনের বাজে সময়ে আরেকজন তাঁর পাশে দাঁড়িয়েছেন। ক্রিকেট ভদ্রলোকের খেলাÑপ্রচলিত এ কথাটারই স্বার্থক প্রয়োগ ঘটিয়েছেন বাবর আজম। পাকিস্তান অধিনায়ক সম্প্রতি টুইটারে কোহলির সঙ্গে একটি ছবি পোস্ট করেন, তার ক্যাপশনেই লেখেন, ‘এই দুর্দিনও কেটে যাবে। শক্ত থাকুন। ’ এরপর তিনি হ্যাশট্যাগে দেন কোহলির নাম। বাবর আজমের এই টুইটটি ঘুরছে সামাজিক যোগাযোগমাধ্যমে। টুইটের স্ক্রিনশট শেয়ার করে পাকিস্তান অধিনায়কের প্রশংসা করছেন অনেকে। এক সময় ব্যাটিংয়ে নামলে প্রতিপক্ষ বোলারদের নাজেহাল করাই ছিল ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলির এখন বড় চ্যালেঞ্জ ফর্মে ফেরা। নিজের ইচ্ছে না থাকলেও এবার ভারতের বোর্ড কোহলিকে ছুটি দিয়েছে। বৃহস্পতিবার ইংল্যান্ডের বিপক্ষে নিজেকে মেলে ধরাতে ব্যর্থ হন বিরাট। ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ২৫ বলে ১৬ রান করেন কোহলি। তার দল হারে ১০০ রানে। এই জয়ে তিন ম্যাচ সিরিজে ১-১ এ সমতায় এনেছে স্বাগতিক ইংল্যান্ড। ২০১৯ সালে ইডেন গার্ডেনে সবশেষ শতকের দেখা পেয়েছিলেন কোহলি। তাও তা ছিল বাংলাদেশের বিপক্ষে। এরপর কোনো শতক হাঁকাতে পারছেন না কোহলি। এমনকি অর্ধশতক পেতেও হিমশিম খাচ্ছেন তিনি। নিজের বাজে পারফর্মেন্সের সময়ে বোর্ডের সহায়তা তো পাচ্ছেনই না, বরং ক্যারিবিয়ানদের বিপক্ষে টি-টোয়েন্টি স্কোয়াড থেকেও বাদ পড়েছেন কোহলি।
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা