অনলাইন ডেস্ক :
নতুন মৌসুমকে সামনে রেখে ‘বি’ দলের জন্য নতুন কোচ নিয়োগ দিয়েছে বার্সেলোনা। কোচ হয়ে প্রিয় ক্লাবে ফিরেছেন সাবেক ডিফেন্ডার রাফা মার্কেস। বিবৃতি দিয়ে বৃহস্পতিবার বিষয়টি জানিয়েছে বার্সেলোনা। ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত চুক্তিবদ্ধ হয়েছেন মার্কেস। বার্সেলোনার সভাপতি হিসেবে হুয়ান লাপোর্তা প্রথম মেয়াদে দায়িত্বে ছিলেন ২০০৩ থেকে ২০১০ সাল পর্যন্ত। ২০০৩ সালেই খেলোয়াড় হিসেবে মোনাকো থেকে মার্কেসকে দলে টেনেছিলেন তিনি। প্রথম মেক্সিকান খেলোয়াড় হিসাবে সেসময় বার্সেলোনায় যোগ দিয়েছিলেন মার্কেস। এবার লাপোর্তা তাকে ক্লাবে ফিরিয়ে আনলেন কোচ হিসেবে। সাত বছরের ক্যারিয়ারে লা লিগার দলটির হয়ে দারুণ কিছু সময় কাটিয়েছেন মার্কেস। চারবার জিতেছেন লিগ শিরোপা, চ্যাম্পিয়ন্স লিগ দুইবার। ফুটবল ক্যারিয়ারে বার্সেলোনাতে থাকতে অধিকাংশ সময় তিনি খেলেন ফ্রাঙ্ক রাইকার্ডের কোচিংয়ে। পেপ গুয়ার্দিওলার সময়েও খেলেছিলেন দুই মৌসুম। নতুন দায়িত্বে মার্কেস কাজ শুরু করবেন আগামী শুক্রবার থেকে। ওইদিন ‘বি’ দলের প্রাক-মৌসুম প্রস্তুতি শুরু হবে। পরদিন হবে প্রথম অনুশীলন।
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা