November 29, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, July 15th, 2022, 7:50 pm

উইমেন’স ইউরোয় দর্শকের রেকর্ড

অনলাইন ডেস্ক :

গ্রুপ পর্বের খেলাই এখনও শেষ হয়নি। এরইমধ্যে দর্শক উপস্থিতির দিক থেকে অতীতের সব আসরকে ছাড়িয়ে গেছে এবারের ইউরোপিয়ান উইমেন’স চ্যাম্পিয়নশিপ। ১৫ ম্যাচ বাকি থাকতেই গড়েছে নতুন রেকর্ড। ২০১৭ সালে নেদারল্যান্ডসে অনুষ্ঠিত উইমেন’স ইউরোয় দর্শক উপস্থিতির নতুন রেকর্ড হয়। সেবার সব মিলিয়ে দুই লাখ ৪০ হাজার ৫৫জন দর্শক গ্যালারিতে ছিলেন। চলতি আসরে এই সংখ্যা ছাড়িয়ে গেছে এরই মধ্যে। বৃহস্পতিবার ফ্রান্স ও বেলজিয়ামের মধ্যকার ম্যাচ মাঠে বসে উপভোগ করেন ৮ হাজার ১৭৩জন দর্শক। এতেই হয়ে যায় নতুন রেকর্ড। আসরে এখন পর্যন্ত দুই লাখ ৪৮ হাজার ৭৫ জন দর্শক মাঠে বসে খেলা দেখেছেন। রেকর্ড গড়া ম্যাচটিতে বেলজিয়ামকে ২-১ গোলে হারিয়ে কোয়ার্টার-ফাইনালে উঠেছে ফ্রান্স। এখন পর্যন্ত যে ম্যাচগুলো বাকি, তার মধ্যে ওয়েম্বলির ফাইনালে রেকর্ড দর্শক উপস্থিতি হবে বলে আশা করা হচ্ছে। চলতি আসরের উদ্বোধনী ম্যাচে অস্ট্রিয়াকে ১-০ গোলে হারায় ইংল্যান্ড। ওল্ড ট্যাফোর্ডের সেই ম্যাচ দেখেছিল রেকর্ড ৬৮ হাজার ৮৭১ জন দর্শক। এর আগে এক ম্যাচে সর্বোচ্চ দর্শক উপস্থিতি ছিল ২০১৩ আসরের ফাইনালে। নরওয়েকে হারিয়ে জার্মানি চ্যাম্পিয়ন হয়েছিল সেবার। সেই ম্যাচের চেয়ে ২৭ হাজার ৫৭০ জন দর্শক বেশি উপস্থিত ছিল ওল্ড ট্রাফোর্ডের এবারের উদ্বোধনী ম্যাচে। ব্রাইটনে নরওয়েকে ৮-০ গোলে উড়িয়ে দেয় ইংল্যান্ড। সেই ম্যাচ মাঠে বসে দেখেছেন ২৮ হাজার ৮৪৭ জন দর্শক। ম্যাচের সর্বোচ্চ দর্শকের তালিকায় এটা চতুর্থ স্থানে। স্বাগতিক দল ছাড়া ম্যাচে দর্শকের হিসেবেও রেকর্ড হয়েছে এবার। শেফিল্ডে নেদারল্যান্ডস ও সুইডেনের ১-১ ড্র ম্যাচটিতে ২১ হাজার ৩৪২ জন দর্শক মাঠে বসে খেলা দেখেছেন। চলতি আসরে এখন পর্যন্ত ১৬ ম্যাচে গড়ে দর্শক হয়েছে ১৫ হাজার ৫০৫ জন।