টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় দাঁড়িয়ে থাকা ট্রাকে যাত্রীবাহী বাসের ধাক্কায় অন্তত চারজন নিহত ও ১৫ জনের বেশি আহত হয়েছেন।
শনিবার ভোরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার দুল্যা মনসুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা টুটুল বলেন, ভোর সাড়ে ৪টার দিকে দুল্যা মনসুর এলাকায় ‘বিনিময় পরিবহন’ এর বাসটি দাঁড়িয়ে থাকা বালুবোঝাই ট্রাকে পেছন থেকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।
তিনি বলেন, ‘এতে ঘটনাস্থলেই তিনজন যাত্রী মারা যায় এবং আরও ১৫ জন আহত হয়। আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে সেখানে পৌঁছানো মাত্র আরেক জনকে মৃত ঘোষণা করা হয়।’
—ইউএনবি
আরও পড়ুন
বাংলাদেশে চিংড়ির রফতানি পরিমাণ কমছে ধারাবাহিকভাবে
আশুলিয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে শ্রমিকের মৃত্যু, আহত ২
তিস্তার পানি কমতে থাকলেও বেড়েছে ভাঙন আতঙ্ক