ঈদ উদযাপন শেষে মানুষজন ঢাকায় ফিরতে শুরু করায় ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে বেড়েছে যানবাহনের চাপ। শনিবার সকালে বঙ্গবন্ধু সেতু থেকে নগর জলফৈ পর্যন্ত ঢাকামুখী প্রায় ৩০ কিলোমিটার যানজট দেখা দিয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন ঢাকামুখী যাত্রীরা।
শনিবার সকালে সরেজমিন দেখা যায়, মহাসড়কে থেকে থেমে ধীরগতিতে যানবাহন চলছে। মহাসড়কের পাশে দুই দিকে সিএনজি চালিত অটোরিকশা ও অন্যান্য তিন চাকার গাড়ির জন্য নির্মিত সড়কে বড় যানবাহন চলায় যানজট আরও প্রকট হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
এদিকে ঈদ উদযাপন শেষে বড় বাস ছাড়াও ট্রাক, পিকআপ ভ্যান, মোটরসাইকেল এমনকি বাসের ছাদেও মানুষের উপচে পড়া ভিড় দেখা গেছে। এর ফলে নানা ভোগান্তিরও শিকার হতে হচ্ছে সাধারণ যাত্রীদের। সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছেন নারী ও শিশুরা।
এলেঙ্গা হাইওয়ে পুলিশের ইনচার্জ মো. আতাউর রহমান বলেন, কিছু কিছু চালক আইন না মেনে গাড়ি চালানোর কারণে পরিস্থিতি আরও ভয়াবহ হচ্ছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হাইওয়ে পুলিশ ও জেলা পুলিশ যৌথভাবে কাজ করে যাচ্ছে।
—(ইউএনবি
আরও পড়ুন
আশুলিয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে শ্রমিকের মৃত্যু, আহত ২
তিস্তার পানি কমতে থাকলেও বেড়েছে ভাঙন আতঙ্ক
সিরাজগঞ্জে দ্রুত গতিতে বাড়ছে যমুনার পানি