ঢাকার আপত্তির মুখে বাংলাদেশের জাতীয় পতাকার বিকৃত সংস্করণ ব্যবহার করা ছবিটি ঢাকায় পাকিস্তান হাইকমিশন তাদের ফেসবুক পেজের কভার ফটো থেকে সরিয়ে নিয়েছে।
বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আপত্তি জানানোর একদিন পর রবিবার পাকিস্তান হাইকমিশন কভার ফটোটি সরিয়ে নেয়।
ডি-৮ এর মন্ত্রী পরিষদের ২০তম অধিবেশন নিয়ে প্রেস ব্রিফিংকালে পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন বলেন,বাংলাদেশের পতাকার সঙ্গে জড়িয়ে পাকিস্তানের পতাকার যে ছবি ঢাকার পাকিস্তান হাইকমিশন তাদের ফেসবুক পেজে ব্যবহার করেছে তা তাদের (ঢাকা) পছন্দ হয়নি।
এক প্রশ্নের জবাবে মোমেন বলেন, তারা (পাকিস্তান) বিভিন্ন মিশনের পেজে আরও কয়েকটি দেশের পতাকার ছবি আপলোড করেছে।
এ বিষয়ে তিনি শ্রীলঙ্কা, মালয়েশিয়া, সৌদি আরব ও তুরস্কের মতো দেশের কূটনৈতিক মিশনের কথা উল্লেখ করেন।
মোমেন বলেন, ‘আমরা তাদের (পাকিস্তানকে) বলেছি এটি আমাদের পছন্দ নয়।’
তারা কোনো অসৎ উদ্দেশ্য নিয়ে এ ছবি আপলোড করেনি বলে পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানায় পাকিস্তান, যোগ করেন মোমেন।
শুক্রবার মুক্তিযোদ্ধা মঞ্চ ঢাকায় পাকিস্তান হাইকমিশনের অফিসিয়াল ফেসবুক পেজে বাংলাদেশের পতাকার বিতর্কিত ছবি পোস্ট করার জন্য তাদের বিরুদ্ধে প্রতিবাদ করে।
—-ইউএনবি
আরও পড়ুন
এলডিসি গ্রাজুয়েশনে বাংলাদেশের সুষ্ঠু উত্তরণে পূর্ণ সহায়তার আশ্বাস জাতিসংঘের
জুলাই-আগস্ট হত্যাকাণ্ডে মানবতাবিরোধী অপরাধের মামলা নিয়ে ইউনূস-আইসিসির আলোচনা
দেশ সংস্কারে, দুর্নীতির বিরুদ্ধে লড়াই ও পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে সহায়তা দেবে যুক্তরাষ্ট্র