November 29, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, July 26th, 2022, 7:45 pm

আরও ভালো কিছুর চেষ্টা করব ভারত ম্যাচে: মিরাজুল

অনলাইন ডেস্ক :

গোলের অনেক সুযোগ নষ্ট হতে দেখার পর বদলি হিসেবে মাঠে নেমে ব্যবধান গড়ে দিলেন মিরাজুল ইসলাম। সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ পেল শুভসূচনা। মিরাজুলের স্বপ্নের পরিধিও এখন অনেক বড়। সাফল্যের ধারাবাহিকতা টেনে নিতে ভারত ম্যাচেও গোল করতে চান এই ফরোয়ার্ড। ভুবনেশ্বরের কালিংগা স্টেডিয়ামে সোমবার নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ১-০ গোলে হারায় বাংলাদেশ। আজ বুধবার স্বাগতিক ভারতের মুখোমুখি হবে দল। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের মাধ্যমে পাঠানো বার্তায় মিরাজুল জানালেন, দেশের মানুষের মুখে হাসি ফোটানোর আনন্দ অনুভব করার কথা। ভারত ম্যাচে ‘আরও ভালো কিছু’ চান এই তরুণ ফরোয়ার্ড। “খুবই খুশি লাগছে। রুমে ফেরার পর সবাই ম্যাসেজ দিয়েছে। আমিও চেয়েছিলাম বাংলাদেশের মানুষের হাসি দেখতে, সেটা পেরেছি। এখন এই ধারা ধরে রাখতে চাই, ভারতের বিপক্ষে ম্যাচেও।” “শ্রীলঙ্কার বিপক্ষে বিরতির পর নেমেছি, ভারতের বিপক্ষে যদি আরও বেশি সময় খেলার সুযোগ পাই, সেরাটা দেওয়ার চেষ্টা করব। আরও ভালো কিছু করার চেষ্টা করব।” সবশেষ ২০১৯ সালে এ প্রতিযোগিতা হয়েছিল অনূর্ধ্ব-১৮ বছর বয়সীদের নিয়ে। ভারতের কাছে হেরে সেবার রানার্সআপ হয়েছিল বাংলাদেশ। এবার রাউন্ড রবিন লিগে তাদের হারিয়ে মধুর প্রতিশোধ নিতে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন মিরাজুল। “দেশের মানুষের কাছে অবশ্যই কিছু বলার আছে। সামনে ভারতের বিপক্ষে ম্যাচ, সবাই আমাদের জন্য দোয়া করবেন, যেন আমরা ভারতের বিপক্ষে ম্যাচটা জিততে পারি।” বাফুফের টেকনিক্যাল ও স্ট্র্যাটেজিক ডিরেক্টর পল থমাস স্মলি অনূর্ধ্ব-২০ দলের কোচের দায়িত্ব পালন করছেন। জয়ে শুরু পাওয়ায় স্বাভাবিকভাবে খুশি তিনি। তবে হাতে সময় বেশি না থাকায় জয় উদযাপনের মধ্যেই ভারত ম্যাচ নিয়ে ভাবতে শুরু করেছেন এই অস্ট্রেলিয়ান। “ছেলেদের নিয়ে আমি ভীষণ খুশি। ওরা আসলেই অনেক পরিশ্রম করেছে। আটসাঁট শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটা আসলেই কঠিন ছিল, কিন্তু আমরা পরিকল্পনার সঙ্গে লেগে ছিলাম। দ্বিতীয়ার্ধের শেষ দিকে গোলও পেলাম। জয় পাওয়ায় সবাই খুশি।” “আমরা রিকভারির দিকে গুরুত্ব দিব। এরপর শ্রীলঙ্কা ম্যাচ পর্যালোচনা করব। যারা প্রথম ম্যাচে খেলেছে, তাদের যেন যথাযথ রিকভারি হয়। ছেলেরা ঐক্যবদ্ধ ভাবে খেলেছে, কিছু দারুণ আক্রমণ করেছে, সুযোগও তৈরি করেছে। এখন আমরা দ্বিতীয় ম্যাচের দিকে তাকিয়ে আছি, ভারত প্রতিযোগিতার স্বাগতিক, অবশ্যই শক্তিশালী দল। আমরাও পেশাদারভাবে যতটা প্রস্তুতি নেওয়া যায়, তেমন প্রস্তুতি নেব।”