অনলাইন ডেস্ক :
গত বছর টোকিও অলিম্পিকে বর্শা নিক্ষেপে স্বর্ণ জয় করে ভারতের হয়ে ইতিহাস রচনা করেছিলেন নীরাজ চোপড়া। সে কারনেই কমনওয়েলথ গেমসেও তাকে নিয়ে আশাবাদী ছিল পুরো ভারতীয় কন্টিনজেন্ট। কিন্তু ইনজুরির কারণে বার্মিংহাম কমনওয়েলথ গেমস থেকে নাম প্রত্যাহার করে নিতে বাধ্য হয়েছেন ২৪ বছর বয়সী ভারতীয় এই ট্র্যাক এ- ফিল্ড তারকা। গত সপ্তাহে বিশ্ব এ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশীপে পাওয়া কুঁচকির চোট কাটিয়ে উঠতে পারেননি নীরাজ। সদ্য সমাপ্ত বিশ্ব চ্যাম্পিয়নশীপে ৮৮.১৩ মিটার দূরত্বে বর্শা নিক্ষেপ করে রৌপ্য পদক লাভ করেন নীরাজ। এই আসরের আগে থেকেই কুঁচকির ইনজুরিতে ভুগছিলেন অলিম্পিক স্বর্ণ জয়ী এই তারকা। আপাতত তাকে এক মাসের বিশ্রামের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। এর আগে এই একই কারণে ২০১৯ সালের পুরো মৌসুমই তিনি মাঠের বাইরে ছিলেন। পরবর্তীতে তার অস্ত্রোপচারেরও প্রয়োজন হয়েছিল। ২০০৩ সালে বিশ্ব চ্যাম্পিয়নশীপের লং জাম্পে প্রথম ভারতীয় এ্যাথলেট হিসেবে ব্রোঞ্জ পদক জয় করেছিলেন আঞ্জু ববি জর্জ। সাবেক এই তারকার পর দ্বিতীয় ভারতীয় হিসেবে বিশ্বমঞ্চে পদক জয়ের কৃতিত্ব দেখিয়েছেন নীরাজ। ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব রাজীব মেহতা নীরাজের ইনজুরির বিষয়টি নিশ্চিত করে বলেছেন, ‘নীরাজ চোপড়া আজ সকালে যুক্তরাষ্ট্র থেকে আমাকে ফোনে ইনজুরির বিষয়টি জানিয়েছেন। একইসাথে বার্মিংহাম কমনওয়েলথ গেমসে তার অংশ নিতে না পারার বিষয়টিও নিশ্চিত করেছেন। ফিটনেস সমস্যা তার আগে থেকেই ছিল। তারপরও বিশ্ব এ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশীপে নীরাজ অংশ নিয়েছে। সোমবার যুক্তরাষ্ট্রেই তার এমআরআই সম্পন্ন হয়েছে। আপাতত তাকে এক মাসের বিশ্রামের পরামর্শ দিয়েছে ভারতীয় মেডিকেল টিম।’
এদিকে জানা গেছে বিশ্ব চ্যাম্পিয়নশীপের ফাইনালে অংশ নেবার পরপরই নীরাজের কুঁচকিতে এমআরআই করা হয়েছে। সেখানে তার গ্রেড ওয়ান ইনজুরি ধরা পড়েছে। সাধারনত এই ধরনের ইনজুরি থেকে সেড়ে উঠতে ১৫-২০ দিন সময় লাগে। এ কারনেই নীরাজ কমনওয়েলথ গেমসে কোন ধরনের ঝুঁকি নিতে চাননি। বিশেষ করে আগামী বছর এশিয়ান গেমস ও বিশ্ব চ্যাম্পিয়নশীপের পরবর্তী আসরকে সামনে রেখে ব্যস্ত সূচীতে নীরাজ কিছুদিন বিশ্রামও নিতে চাচ্ছেন। কমনওয়েলথ গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে নীরাজের ভারতের পতাকা বহন করার কথা ছিল। নীরাজ গত অলিম্পিকে দ্বিতীয় রাউন্ডে ৮৭.৫৮ মিটার দূরে বর্শা ছুড়ে স্বর্ণ জিতেছিলেন।
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা