November 29, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, July 27th, 2022, 7:42 pm

ওয়ানডে ও টি-টোয়েন্টিতে শীর্ষে, টেস্টে তিনে বাবর

অনলাইন ডেস্ক :

আইসিসির ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে ওয়ানডে এবং টি-টোয়েন্টিতে এই মুহূর্তে এক নম্বর ব্যাটার পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। এবার টেস্ট র‌্যাঙ্কিংয়েও আরও এগিয়ে গেলেন সময়ের সেরা এ ক্রিকেটার। শ্রীলঙ্কার বিপক্ষে চলতি সিরিজের প্রথম তথা গল টেস্টে ব্যাট হাতে বরাবরের মতো সফল ছিলেন বাবর। দুই ইনিংসে যথাক্রমে ১১৯ ও ৫৫ রান করার সুবাদে এবার আইসিসির টেস্ট ব্যাটিং র‌্যাঙ্কিংয়েও আরও একধাপ ওপরে উঠে গেলেন পাকিস্তান অধিনায়ক। অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথকে টপকে তিনে জায়গা করে নিয়েছেন। টেস্ট ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষে আছেন জো রুট। দ্বিতীয় স্থান ধরে রেখেছেন মার্নাস ল্যাবুশান। এ ছাড়া ভারতের উইকেটকিপার ব্যাটার রিশভ পন্ত রয়েছেন পাঁচ নম্বরে। এদিকে, গল টেস্টে অবিস্মরণীয় জয়ের পর র‌্যাঙ্কিংয়ে সুখবর পেলেন শাহিন শাহ আফ্রিদিও। বোলারদের তালিকায় এক ধাপ উন্নতি হয়ে তিনে উঠে এসেছেন। এ ক্ষেত্রে পেছনে ফেলেছেন ভারতের তারকা পেসার জসপ্রীত বুমরাহকে। টেস্টে বোলারদের তালিকায় শীর্ষে আছেন প্যাট কামিন্স। এ ছাড়া দ্বিতীয় স্থানে রয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। এদিকে, আইসিসির টেস্ট অলরাউন্ডারদের তালিকায় কোনো রদবদল হয়নি। তালিকার প্রথম ২টি স্থান দখল করে রেখেছেন দুই ভারতীয় তারকা। রবীন্দ্র জাদেজা রয়েছেন টেস্ট অলরাউন্ডারদের তালিকার এক নম্বরে। দ্বিতীয় স্থানে রয়েছেন অশ্বিন। তিনে রয়েছেন সাকিব আল হাসান। এছাড়া চার নম্বরে আছেন জেসন হোল্ডার। পাঁচে রয়েছেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস। সাকিব ছাড়া অলরাউন্ডারদের তালিকার প্রথম বিশে রয়েছেন বাংলাদেশের আরেক তারকা মেহেদী হাসান মিরাজ।