দেশের সামগ্রিক মূল্যস্ফীতি কিছুটা কমেছে। জুলাই মাসে মূল্যস্ফীতি হয়েছে ৭ দশমিক ৪৮ শতাংশ, যা জুন মাসে ছিল ৭ দশমিক ৫৬ শতাংশ।
বুধবার (৩ আগস্ট) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) দেয়া জুলাই মাসের হালনাগাদ তথ্যে এসব তথ্য জানানো হয়।
এতে বলা হয়, জুলাই মাসে খাদ্যে মূল্যস্ফীতি হয়েছে ৮ দশমিক ১৯ শতাংশ, যা জুন মাসে ছিল ৮ দশমিক ৩৭ শতাংশ।
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান ভোজ্যতেল ও চালের দাম নিয়ন্ত্রণের জন্য মূল্যস্ফীতি হ্রাস হয়েছে বলে জানিয়েছেন।
তিনি বলেন, ‘এই প্রবণতা অব্যাহত থাকবে কারণ রাশিয়া ইউক্রেন থেকে গম এবং অন্যান্য খাদ্যশস্য রপ্তানির অনুমতি দিয়েছে।’
—ইউএনবি
আরও পড়ুন
বাংলাদেশে চিংড়ির রফতানি পরিমাণ কমছে ধারাবাহিকভাবে
তিস্তার পানি কমতে থাকলেও বেড়েছে ভাঙন আতঙ্ক
সিরাজগঞ্জে দ্রুত গতিতে বাড়ছে যমুনার পানি