এপি, কাবুল :
আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি মসজিদে বুধবার মাগরিবের নামাজের সময় বোমা বিস্ফোরণে একজন বিশিষ্ট আলেমসহ কমপক্ষে ১০ জন নিহত এবং ২৭ জন আহত হয়েছেন দেশটির পুলিশ জানিয়েছে।
হামলার ঘটনায় কোনো পক্ষ এখন পর্যন্ত দায় স্বীকার করেনি। আহতদের মধ্যে বেশ কয়েকজন শিশু রয়েছে বলে জানা গেছে।
একজন প্রত্যক্ষদর্শী নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, রাজধানীর সিদ্দিকিয়া মসজিদে আত্মঘাতী বোমা বিস্ফোরণটি ঘটানো হয়। নিহত আলেমের নাম মোল্লা আমির মোহাম্মদ কাবুলি।
তিনি আরও জানান, এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩০ জনেরও বেশি।
রাজধানী কাবুলে ইতালির একটি বেসরকারি ইমার্জেন্সি হাসপাতাল, যারা হাসপাতালটি পরিচালনা করে তারা জানিয়েছে, বোমা বিস্ফোরণের স্থান থেকে পাঁচ শিশুসহ অন্তত ২৭ জন আহত বেসামরিক নাগরিককে হাসপাতালে আনা হয়েছে।
কাবুলের পুলিশ প্রধানের তালেবান-নিযুক্ত মুখপাত্র খালিদ জাদরান উত্তর কাবুলের একটি মসজিদের ভিতরে বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে হতাহতের সংখ্যা বা মৃত ও আহতদের কোনো তথ্য তিনি জানাননি।
তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদও বিস্ফোরণের ঘটনা নিশ্চিত করেছেন। তিনি এ ঘটনার নিন্দা জানিয়ে অপরাধীদের শিগগিরই বিচারের আওতায় আনা এবং শাস্তি দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।
আরও পড়ুন
তিস্তার পানি কমতে থাকলেও বেড়েছে ভাঙন আতঙ্ক
সিরাজগঞ্জে দ্রুত গতিতে বাড়ছে যমুনার পানি
গাজায় গত একদিনে নিহত ৫২