রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ছিনতাইকারী চক্রের ৩৭ সদস্যকে আটকের দাবি করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) সদস্যরা।
শনিবার রাতে র্যাব-৩ এর একটি দল শাহজাহানপুর, মতিঝিল, মুগদা ও তেজগাঁও এলাকায় একযোগে অভিযান চালিয়ে ছিনতাইকারীদের আটক করেছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার ও স্টাফ অফিসার (মিডিয়া) বশির আহমেদ।
এসময় তাদের কাছ থেকে ধারালো অস্ত্র ও সেডেটিভ স্প্রে জব্দ করার কথাও জানিয়েছে র্যাব।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের সময় অভিযুক্ত চক্রের সদস্যরা বলেছে তারা রাজধানীর বাসস্ট্যান্ড ও রেলস্টেশনে যাত্রীদের মুখের ওপর অজ্ঞান করার ওষুধ ছিটিয়ে এবং ধারালো অস্ত্রের মুখে ছিনতাই করে থাকে।
আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান র্যাবের ওই কর্মকর্তা।
—ইউএনবি
আরও পড়ুন
তিস্তার পানি কমতে থাকলেও বেড়েছে ভাঙন আতঙ্ক
সিরাজগঞ্জে দ্রুত গতিতে বাড়ছে যমুনার পানি
বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন উচ্চতায় নিতে আগ্রহী অন্তর্বর্তীকালীন সরকার: নাহিদ ইসলাম