November 25, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, August 21st, 2022, 1:43 pm

কুলাউড়ায় সিসিমপুর বুক কর্ণারের উদ্বোধন

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার:

মৌলভীবাজারের কুলাউড়ায় শাহজালাল আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে আরডিআরএস বাংলাদেশ এর বাস্তবায়নে সিসেমী ওয়ার্কশপ এর কারিগরী সহযোগিতায় ও ইউএসএআইডি’র অর্থায়নে সিসিমপুর বুক কর্ণার (স্কুল লাইব্রেরীর) শুভ উদ্বোধন হয়েছে। ২০ আগস্ট শনিবার দুপুরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিশুদের হাতে বই তুলে দিয়ে উদ্বোধন ঘোষনা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও শাহজালাল আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ একেএম সফি আহমদ সলমান। এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, কুলাউড়ায় আরডিআরএসের বাস্তবায়নে সিসিমপুর বুক কর্ণারের কার্যক্রমকে আরো গতিশীল করতে উপজেলা পরিষদের পক্ষ থেকে সব ধরণের সহযোগিতা প্রদানের আশ্বাস প্রদান করেন।

প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ মো: জহিরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা সাংবাদিক ফোরামের সহ-সভাপতি ও নিউনেশন প্রতিনিধি এম. মছব্বির আলী, কালের কণ্ঠ প্রতিনিধি মাহফুজ শাকিল, সমকাল প্রতিনিধি সৈয়দ আশফাক তানভীর, উপজেলা ছাত্রলীগ সভাপতি নিয়াজুল তায়েফ, আরডিআরএস বাংলাদেশের ইনক্লুসিভ এডুকেশন ফ্যাসিলিটেটর মো: আব্দুস ছবুর, উপজেলা এডুকেশন কো-অর্ডিনেটর মো: রবিউল ইসলাম, ছাত্রলীগ নেতা রায়হান আহমদ প্রমুখ। আরডিআরএস বাংলাদেশ এর কর্মকর্তা রবিউল ইসলাম বলেন, আমরা ২০২৪ সাল পর্যন্ত আমাদের এই লাইব্রেরীর কাজ চালিয়ে যাবো। প্রথম পর্যায়ে এই প্রতিষ্টানের শিক্ষার্থীদের পাঠ্যাবাসের জন্য আমরা ৬০ টি বই দিয়েছি। ২য় ও ৩য় ধাপে আরো বই দেওয়া হবে। তাছাড়া এই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকসহ ৫জন শিক্ষককে নিয়ে প্রশিক্ষণের আয়োজন করা হবে এবং অভিভাবকদের নিয়ে সমাবেশ করা হবে। শিক্ষার্থীদের মনোযোগ আকর্ষণের জন্য প্রতিটি শ্রেণীকক্ষে শিক্ষা উপকরণসহ বিভিন্ন জিনিসপত্র দিয়ে সজ্জিত করা হবে। মৌলভীবাজার জেলায় মোট ১৫০টি স্কুলে সিসিমপুর বুক কর্ণার নামে এই স্কুল লাইব্রেরীর কার্যক্রম চলমান রয়েছে।