পদ্মাসেতু উত্তর থানার সামনে ঢাকা-মাওয়া বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে দুই বাসের সংঘর্ষে অন্তত ছয় যাত্রী আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরের এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে মাওয়াগামী ইলিশ পরিবহনের যাত্রীবাহী বাস চৌরাস্তা মোড়ের ডান দিকে শিমুলিয়াঘাটের দিকে টার্ন নিলে পেছন থেকে বেপরোয়া গতিতে বরিশালগামী ঈগল পরিবহনের যাত্রীবাহী বাস এসে ধাক্কা দিলে দুর্ঘটনাটি ঘটে।এতে ইগলের সামনের অংশ ও ইলিশ পরিবহনের পিছনের অংশ দুমড়ে মুচড়ে যায়। ঈগল পরিবহনের অন্তত ছয় যাত্রী গুরুতর আহত হয়। এছাড়া দুই বাসের আরও কয়েক যাত্রী সামান্য আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পদ্মা উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসাইন জানান, রেকার দিয়ে ঈগল পরিবহনের বাসটি সড়ক থেকে সরিয়ে নিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়।
তিনি আরও বলেন, দুটি বাসই আটক করা হয়েছে,তবে চালক দুজনকে আটক করা যায়নি।
—ইউএনবি
আরও পড়ুন
আশুলিয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে শ্রমিকের মৃত্যু, আহত ২
তিস্তার পানি কমতে থাকলেও বেড়েছে ভাঙন আতঙ্ক
সিরাজগঞ্জে দ্রুত গতিতে বাড়ছে যমুনার পানি