April 30, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, August 25th, 2022, 6:25 pm

গঙ্গাচড়ায় ইউএনও’র উদ্যোগে অসহায়দের মাঝে ৪ লক্ষ টাকার সহায়তা প্রদান

জেলা প্রতিনিধি, গঙ্গাচড়া (রংপুর) :
রংপুরের গঙ্গাচড়ায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এরশাদ উদ্দিন পিএএ এর উদ্যোগে অসহায়দের মাঝে প্রায় লক্ষ টাকার সহায়তা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ আগষ্ট) উপজেলা প্রশাসনিক কনফারেন্স রুমে এ সহায়তা প্রদান করা হয়। এর মধ্যে ১ জনকে ব্যাটারী চালিত রিক্সা, ৪ জন শিক্ষার্থীকে কলেজে ভর্তির নগদ টাকা, ৪ জন শিক্ষার্থীকে বাইসাইকেল, ১০ জনকে চিকিৎসা সহায়তার জন্য নগদ টাকা, ২ জনকে ৪ বান্ডিল ঢেউটিন, ১২ জন শিক্ষার্থীকে ড্রেস ও বই, খাতা, কলম, ব্যাগ, জুতা দেওয়া হয়। এছাড়া এদের সবাইকে খাদ্য সহায়তাসহ আরো ৩৫ জন অসহায়কে খাদ্য সহায়তা দেওয়া হয়। সব মিলে ৬৮ জন অসহায় ও অসহায় পরিবারের শিক্ষার্থীদেরকে প্রায় ৪ লক্ষ টাকার সহায়তা দেওয়া হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার এরশাদ উদ্দিন পিএএ, ভাইস চেয়ারম্যান সাজু আহম্মেদ লাল, মহিলা ভাইস চেয়ারম্যান রাবিয়া বেগম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আজিজুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মাজহারুল ইসলাম লেবু, লিয়াকত আলী ও সুবিধাভোগীরা। অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, আওয়ামীলীগের নেতৃবৃন্দ, সুধীজন, সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থীসহ অভিভাবক, সুবিধাভোগীগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে, উপজেলা নির্বাহী অফিসার এরশাদ উদ্দিন পিএএ যোগদানের পরেই অসহায়দের সহায়তার জন্য নিজ অফিস কক্ষে মানবিক সহায়তা বক্স স্থাপন করেন। তার কাছে আসা জনপ্রতিনিধি, সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ব্যাবসায়ী, ঠিকাদার, চিকিৎসক, সাংবাদিক, সুধীজনসহ নানা শ্রেণী পেশার মানুষজনকে অসহায়দের সহায়তার জন্য সাধ্যমত উক্ত বক্সে দান করতে বলতেন। সবাই এই মহতি উদ্যোগকে সাধুবাদ জানিয়ে নিজের সাধ্যমত সহায়তা দিত। ইউএনও এরশাদ উদ্দিন পিএএ জানান, এখন আমাকে আর কারো কাছে সহায়তা চাইতে হয়না। আমার কাছে আসা ব্যাক্তিগণ নিজের থেকেই বাক্সে সহায়তা দিয়ে যায়। আসলে সবার সদ্দিচ্ছা থাকলে আসহায়দের পাশে দাঁড়ানো সম্ভব। এদিকে মাত্র সাড়ে ৬ মাসে প্রায় ৮ লক্ষ টাকার সহায়তা দেওয়া হয়েছে।