অনলাইন ডেস্ক :
বয়স যত বাড়ছে, মাঠের ফুটবলে যেন আরও ক্ষুরধার হয়ে উঠছেন করিম বেনজেমা। গত মৌসুমে রিয়াল মাদ্রিদের দারুণ সব সাফল্যে সামনে থেকে নেতৃত্ব দেন ফরাসি স্ট্রাইকার। মাঠে যেমন কার্যকর, ড্রেসিংরুমেও পালন করেন নেতার ভূমিকা। কোচ কার্লো আনচেলত্তির কাছে বেনজেমা যেন সবকিছুর প্যাকেজ। এমন একজনকে দলে পেয়ে তিনি খুব খুশি। ২০২১-২২ মৌসুমে রিয়াল মাদ্রিদের লা লিগা, চ্যাম্পিয়ন্স লিগ ও স্প্যানিশ সুপার কাপ জয়ে বড় অবদান ছিল বেনজেমার। বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে দাপুটে পারফরম্যান্সে বারবার তিনি হয়েছেন জয়ের নায়ক। লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ, দুই জায়গাতেই ছিলেন সর্বোচ্চ স্কোরার। সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৬ ম্যাচে গোল করেন ৪৪টি। ক্লাব ও জাতীয় দলে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ বৃহস্পতিবার উয়েফার বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জেতেন ৩৪ বছর বয়সী তারকা। বর্ষসেরা কোচ নির্বাচিত হন আনচেলত্তি। পুরস্কারটি হাতে নিয়ে বেনজেমাকে প্রশংসায় ভাসান এই ইটালিয়ান কোচ।”করিম ¯্রফে একজন স্ট্রাইকার কিংবা সর্বোচ্চ স্কোরারই নয়, সে দুর্দান্ত এক ফুটবলার। তার মনোভাব অসাধারণ। এই বছর তার জ্ঞানের পরিধি বেড়েছে। খেলা ও নেতৃত্ব সে খুব ভালো বোঝে। ড্রেসিংরুমে সে শক্তিশালী নেতা এবং আমার একজন ভালো বন্ধু। করিমকে পেয়ে আমরা ভাগ্যবান।” গত মৌসুমে বারবার খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়িয়ে রেকর্ড ১৪তম চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা ঘরের তোলে রিয়াল। চেনা আঙিনা সান্তিয়াগো বের্নাবেউয়ে একের পর এক প্রত্যাবর্তনের দারুণ সব গল্প লেখে তারা। যেখানে সামনে থেকে নেতৃত্ব দেন বেনজেমা। সাফল্যে মোড়ানো মৌসুমটা রিয়ালের কোচের কাছে বিশেষ কিছু। “গত মৌসুমটি ছিল স্পেশাল। অভিজ্ঞ ও তরুণ খেলোয়াড়দের মধ্যে বোঝাপড়াটা দারুণ ছিল। আমাদের স্টেডিয়ামে সমর্থকদের সঙ্গে রসায়নটাও বেশ জমেছিল।
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা