অনলাইন ডেস্ক :
ইনজুরির কারণে এশিয়া কাপ থেকে ছিটকে গেছেন পাকিস্তানের প্রধান পেস বোলার শাহিন শাহ আফ্রিদি। ২৮ আগস্ট ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তাদের এশিয়া কাপ। সেই ম্যাচটি ঘিরে ক্রিকেটপ্রেমীদের উত্তেজনা বাড়ছে। দুই দলের ক্রিকেটারদের দেখে অবশ্য সেই উত্তেজনার আঁচ পাওয়া কঠিন। দুবাইয়ে অনুশীলনের পর শাহিনকে দেখে বিরাট কোহলি, ঋষভ পন্থরা গিয়ে শাহিন আফ্রিদির হাঁটুর চোটের খোঁজ খবর নিয়েছেন। পন্থকে দেখে শাহিন মজা করে বলেন, ‘বন্ধু, ভাবছি এবার আমিও তোমার মতো ব্যাটিং শুরু করব। এক হাতে ছক্কা মারব। ‘ ভারতীয় উইকেটরক্ষক-ব্যাটার তাকে পরামর্শ দিয়ে বলেন, ‘স্যার, আপনি তো পেসার। একটু পরিশ্রম করতে হবে। করতেই হবে। ‘ এরপরেই পন্থ জানতে চান, ‘তোমার হাঁটুর চোট সারতে কত দিন লাগবে?’ শাহিন বলেন, ‘পাঁচ সপ্তাহ। ‘ শ্রীলঙ্কা সফরে ডান হাঁটুতে চোট পান শাহিন। এশিয়া কাপে খেলতে পারবেন না। তবু পাকিস্তান দলের সঙ্গেই আছেন দুবাইয়ে। অনুশীলন না করলেও বৃহস্পতিবার দলের সঙ্গে শাহিন এসেছিলেন আইসিসি ক্রিকেট অ্যাকাডেমির মাঠে। ডান পায়ে বিশেষ ধরনের ‘সাপোর্ট’ পরে মাঠের ধারে বসেছিলেন। তখন অনুশীলন শেষ করে হোটেলে ফিরছিলেন ভারতীয় ক্রিকেটাররা। শাহিনকে দেখে প্রথমে এগিয়ে যান যুজবেন্দ্র চাহাল। ভারতীয় স্পিনারকে দেখে শাহিনও এগিয়ে আসেন। দুজনের মাঝে চলে শুভেচ্ছা বিনিময়। ওই সময় কিছুটা দূরে অন্য একজনের সঙ্গে কথা বলছিলেন কোহলি। কথা শেষ করে তিনিও চলে আসেন শাহিনের কাছে। সৌজন্য বিনিময়ের পর শাহিনের হাঁটুর চোটের কথা জানতে চান কোহলি। সাবেক ভারত অধিনায়ক চলে যাওয়ার পর শাহিনকে দেখা যায় পন্থের সঙ্গে। পরে লোকেশ রাহুলও কথা বলেন। ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে শাহিনের ভিডিও সোশ্যাল সাইটে পোস্ট করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। উল্লেখ্য, গত টি-টোয়েন্টি বিশ্বকাপে শাহিনের আগ্রাসী বোলিংয়ের সামনে সমস্যা পড়েছিলেন ভারতীয় ব্যাটাররা। ওই ম্যাচেই প্রথমবার বিশ্বকাপে পাকিস্তানের কাছে হেরেছিল ভারত।
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা