অনলাইন ডেস্ক :
ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে চুক্তির মেয়াদ শেষে ‘বেকার সময়’ কাটাচ্ছিলেন এদিনসন কাভানি। গ্রীষ্মকালীন দলবদলের শেষ দিকে এসে পেয়ে গেলেন নতুন ঠিকানা। স্প্যানিশ ক্লাব ভালেন্সিয়ায় যোগ দিলেন উরুগুয়ের এই স্ট্রাইকার। নিজেদের ওয়েবসাইটে সোমবার রাতে কাভানির সঙ্গে চুক্তির আনুষ্ঠানিক ঘোষণা দেয় ভালেন্সিয়া। দলটির সঙ্গে এক বছরের চুক্তি করেছেন ৩৫ বছর বয়সী তারকা। এই প্রথম স্প্যানিশ ফুটবলে খেলবেন কাভানি। ক্লাব ক্যারিয়ারে এর আগে উরুগুয়ে, ইতালি, ইংল্যান্ড ও ফ্রান্সের ফুটবলে খেলেছেন তিনি। ২০১০-১৩ পর্যন্ত নাপোলিতে খেলে পাড়ি জমান পিএসজিতে। ব্যক্তিগত ও দলগত সাফল্যের হিসেবে সেখানেই তার ক্যারিয়ারের সবচেয়ে সফল অধ্যায় কাটে। প্যারিসের দলটিতে ছয়টি লিগ ওয়ানসহ অনেক শিরোপা জেতেন তিনি। ২০২০ সালের অক্টোবরে সেখান থেকে ম্যানচেস্টার ইউনাইটেডে পাড়ি দেন কাভানি। প্রিমিয়ার লিগের সফলতম ক্লাবটিতে দুই বছরে ১২টি গোল করেন তিনি। চুক্তির মেয়াদ শেষে জুনে ‘ফ্রি এজেন্ট’ হয়ে যান ২০১১ সালে উরুগুয়ের হয়ে কোপা আমেরিকা জয়ী কাভানি। বিভিন্ন ক্লাবের অনেক সাফল্যের নায়ক এমন একজনকে পেয়ে দারুণ খুশি ভালেন্সিয়া। বিবৃতিতে উচ্ছ্বাস প্রকাশ করেছে গত মৌসুমের লা লিগায় নবম হওয়া দলটি। “ক্যারিয়ার জুড়ে, তিনি মোট ২৫টি ট্রফি জিতেছেন এবং যেখানেই খেলেছেন সেখানেই গোল উদযাপন করেছেন। এদিনসন কাভানি বিশ্বের সেরা স্ট্রাইকারদের একজন, তার গোলস্কোরিং রেকর্ডেই তা প্রমাণিত।” সোমবার রাতে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ম্যাচে স্ট্যান্ডেও ছিলেন কাভানি। যদিও ম্যাচটা সুখকর হয়নি তার ও দলের জন্য। ১-০ গোলে হেরে যায় ভালেন্সিয়া। এবারের লা লিগায় এখন পর্যন্ত তিন ম্যাচের একটিতে জিতে ৩ পয়েন্ট নিয়ে ১৪ নম্বরে আছে ভালেন্সিয়া।
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা