অনলাইন ডেস্ক :
বিশ্বের বিভিন্ন অংশে নতুন করে সংক্রমণ বৃদ্ধির মধ্য দিয়ে বিশ্বব্যাপী করোনায় আক্রান্ত ৬০ কোটি ৮০ লাখ ছাড়িয়েছে।
বৈশ্বিক ডাটা অনুযায়ী, বৃহস্পতিবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৬০ কোটি ৮০ লাখ ২২ হাজার ৫৩৪ ছাড়িয়েছে এবং মারা গেছেন ৬৪ লাখ ৯৫ হাজার ৮৯০ জন।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা ৯ কোটি ৬৩ লাখ ৪৭ হাজার ৯৭১ জন এবং মৃত্যুবরণ করেছে ১০ লাখ ৭১ হাজার ৪২০ জন।
বাংলাদেশের প্রতিবেশি দেশ ভারতে মোট চার কোটি ৪৪ লাখ ২৮ হাজার ৩৯৩ জনে সংক্রমণ চিহ্নিত হয়েছে। একই সময়ে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ লাখ ২৭ হাজার ৮৭৪ জনে।
আরও পড়ুন
তিস্তার পানি কমতে থাকলেও বেড়েছে ভাঙন আতঙ্ক
সিরাজগঞ্জে দ্রুত গতিতে বাড়ছে যমুনার পানি
গাজায় গত একদিনে নিহত ৫২