November 30, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, September 12th, 2022, 7:46 pm

বিশ্বকাপ দল ঘোষণা করলো ভারত

অনলাইন ডেস্ক :

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ উপলক্ষে দল ঘোষণা করেছে আসরের অন্যতম হট ফেভারিট ভারত। রোহিত শর্মার নেতৃত্বে ১৫ সদস্যের মূল স্কোয়াডের পাশাপাশি স্ট্যান্ডবাই হিসেবে থাকছেন আরো চারজন। ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন মূল পেসার জসপ্রিত বুমরাহ। আছেন এশিয়া কাপ খেলা রবিচন্দ্রন অশ্বিন, দিনেশ কার্তিকের মতো সিনিয়ররা। তবে পেসার মোহাম্মদ শামির জায়গা হয়েছে স্ট্যান্ডবাই তালিকায়। এশিয়া কাপের পারফরম্যান্স দিয়ে টিকে গেছেন ভুবনেশ্বর। বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়া আর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুটি টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত। সোমবার (১২ সেপ্টেম্বর) এই দুটি সিরিজের জন্যও দল ঘোষণা করেছে বিসিসিআই। এই দুটি সিরিজে রোহিত শর্মা আর বিরাট কোহলিকে বিশ্রাম দেওয়ার গুঞ্জন শোনা গেলেও স্কোয়াডে তাদের নাম আছে। এই দুটি দলে আছেন মোহাম্মদ শামি এবং দিপক চাহার।
ভারতের বিশ্বকাপ দল : রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল (সহ-অধিনায়ক), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, দিপক হুদা, ঋষভ পন্থ (উইকেটকিপার), দিনেশ কার্তিক (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, রবিচন্দ্রন অশ্বিন, যুজবেন্দ্র চাহাল, অক্ষর প্যাটেল, জসপ্রিত বুমরাহ, ভুবনেশ্বর কুমার, হর্ষল প্যাটেল, অর্শদীপ সিং।
স্ট্যান্ডবাই : মোহাম্মদ শামি, শ্রেয়স আয়ার, রবি বিষ্ণোই, দিপক চাহার।
অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দল : রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল (সহ-অধিনায়ক), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, দিপক হুদা, ঋষভ পন্থ (উইকেটকিপার), দিনেশ কার্তিক (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, রবিচন্দ্রন অশ্বিন, যুজবেন্দ্র চাহাল, অক্ষর প্যাটেল, জসপ্রিত বুমরাহ, ভুবনেশ্বর কুমার, মোহাম্মদ শামি, হর্ষল প্যাটেল, দিপক চাহার, জসপ্রিত বুমরাহ।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দল : রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল (সহ-অধিনায়ক), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, দিপক হুদা, ঋষভ পন্থ (উইকেটকিপার), দিনেশ কার্তিক (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, যুজবেন্দ্র চাহাল, অক্ষর প্যাটেল, অর্শদীপ সিং, মোহাম্মদ শামি, হর্ষল প্যাটেল, দিপক চাহার, জসপ্রিত বুমরাহ।