November 30, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, September 13th, 2022, 7:44 pm

নতুন মাইলফলকে কোহলি

অনলাইন ডেস্ক :

ব্যাট হাতে বাজে সময়টা কাটিয়ে উঠেছেন ভারতের তারকা ব্যাটার বিরাট কোহলি। সদ্যঃসমাপ্ত এশিয়া কাপে দারুণ খেলেছেন, টি-টোয়েন্টি ফরম্যাট হলেও কোহলি তুলে নিয়েছেন সেঞ্চুরি। এবার নতুন একটি মাইলফলক স্পর্শ করলেন কোহলি। প্রথম ক্রিকেটার হিসেবে টুইটারে ৫০ মিলিয়ন ফলোয়ার অর্জন করলেন কোহলি। অর্থাৎ এই মুহূর্তে কোহলিকে পাঁচ কোটি মানুষ ফলো করেন। এমন কৃতিত্ব আর কোনো ক্রিকেটারের নেই। শুধু টুইটারের নয়, কোহলির ইনস্টাগ্রাম ফলোয়ারের সংখ্যাও মাথা ঘুরিয়ে দেওয়ার মতো। বিশ্বের সবচেয়ে ‘ফলোড’ ক্রীড়াব্যক্তিত্বদের মধ্যে কোহলির অবস্থান তিনে (৪৯ মিলিয়ন ফলোয়ার)। তাঁর ওপরে রয়েছেন শুধু ক্রিশ্চিয়ানো রোনালদো (৪৫০ মিলিয়ন) ও লিওনেল মেসি (৩৩৩ মিলিয়ন)। ইনস্টাগ্রামে ক্রিকেটারদের মধ্যে কোহলিই শীর্ষে। এশিয়া কাপে ভারত ব্যর্থ হলেও কোহলি ছিলেন সফল। নিজের ফর্ম ফিরে পেয়ে ব্যাপক আত্মবিশ্বাসী। সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এরইমধ্যে দল ঘোষণা হয়ে গেছে ভারতের। বিশ্বকাপেও নিজের ফর্মটা ধরে রেখে ভারতকে বিশ্বকাপ জেতাতে মরিয়া কোহলি।