অনলাইন ডেস্ক :
ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা চৌধুরীর বাংলাদেশ যোগসূত্র আছে। লিস্টার সিটির হয়ে তিনি এখন খেলছেন ওয়াটফোর্ডে। হামজা কোন একসময় বাংলাদেশের জাতীয় দলের জার্সিও গায়ে তুলবেন এমন স্বপ্ন দেখেন এ দেশের ফুটবল প্রেমীরা। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে হামজা নিজেও বলেছেন তাঁরও সেই ইচ্ছার কথা। ‘হ্যাঁ, আমি সত্যিই এটা ভাবি (বাংলাদেশের হয়ে খেলা)। অবশ্যই চাই। সামনের কয়েকটা বছর আমি আরও দেখব। কিন্তু সত্যিই বাংলাদেশের হয়ে খেলতে পারলে আমি গর্বিতই হবো, সম্মানিত বোধ করব। বাংলাদেশের সঙ্গে যোগাযোগ আমি আরও বাড়াতে চাই’,আরেক বাংলাদেশী বংশোদ্ভূত কোচ আনোয়ার উদ্দিনের নেওয়া সাক্ষাৎকারে বাংলাদেশে খেলার প্রশ্নের উত্তরে বলেছিলেন হামজা। ২৪ বছর বয়সী এই ডিফেন্সিভ মিডফিল্ডারের নানার বাড়ি সিলেটে। বাবার পরিচয়ে তিনি অবশ্য গ্রানাদার হয়েও খেলতে পারবেন। ইংল্যান্ডের হয়ে তাঁর এর মধ্যেই অভিষেক হয়েছে অনুর্ধ্ব-২১ দলে। এখন সিনিয়র জাতীয় দলে ডাক পাওয়ার অপেক্ষায় আছেন হামজা। গত ইউরোর দলে ডাক পাওয়ার আলোচনাতেও ছিলেন। তবে তাঁর সে অপেক্ষা ফুরায়নি। শেষমেষ এই আশা পূরণ না হলে কী বাংলাদেশের জার্সি গায়ে তুলবেন হামজা চৌধুরী- এই প্রশ্নের উত্তর ভবিষ্যতই জানে।
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা