প্রথমবারের মতো দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ) নারী চ্যাম্পিয়নশিপ জয়ী জাতীয় নারী ফুটবল দলের জন্য ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
নারী ফুটবলারদের সাফল্যের প্রশংসা করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান।
বিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে পাপনের উদ্ধৃতি দিয়ে বলা হয়, ‘নারী ফুটবল দল অসাধারণ পারফরম্যান্স এবং ঐতিহাসিক অর্জনের মাধ্যমে পুরো জাতিকে গর্বিত করেছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ‘তাদের প্রতি সমর্থন ও স্বীকৃতি হিসেবে আমি বিসিবির পক্ষ থেকে পুরো দলের জন্য ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করছি। আমি নিশ্চিত যে, সাফ জয়ের এই সাফল্য দেশের সকল ক্রীড়াবিদ ও নারীদের নিজ নিজ বিভাগে আন্তর্জাতিক গৌরব অর্জনের জন্য ব্যাপকভাবে অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।’
ফাইনালে স্বাগতিক নেপালকে ৩-১ গোলে হারিয়েছে বাংলাদেশের নারীরা। তার আগে সেমিফাইনালে হট ফেভারিট ভারতকে হারিয়েছে বাংলাদেশ।
বাংলাদেশের নারীরা প্রথমবারের মতো সাফ জিতেছে। ২০০৩ সালে বাংলাদেশের পুরুষরা ঢাকায় মালদ্বীপকে হারিয়ে শিরোপা জিতেছিল।
—-ইউএনবি
আরও পড়ুন
তিস্তার পানি কমতে থাকলেও বেড়েছে ভাঙন আতঙ্ক
সিরাজগঞ্জে দ্রুত গতিতে বাড়ছে যমুনার পানি
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান