November 23, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, August 1st, 2021, 8:16 pm

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রস্তুতি শুরু করলো বাংলাদেশ

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক :

চার বছর পর বাংলাদেশ সফরে এসেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। সফরে বাংলাদেশের বিপক্ষে পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে তারা। মঙ্গলবার অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম ম্যাচ। জিম্বাবুয়ের থেকে ফিরে বিমানবন্দর থেকে সোজা হোটেলে জৈব সুরক্ষা বলয়ে ঢুকে যায় বাংলাদেশ। তিনদিনের কোয়ারেন্টিন শেষ করে রোববার অনুশীলনে নেমেছে বাংলাদেশ দল। রোববার সকাল ১০টা থেকে সাকিব-মাহমুদউল্লাহদের অনুশীলন শুরু হয়, চলে দেড়টা পর্যন্ত। মাঝে হুট করে নামা বৃষ্টির কারণে অনুশীলনে ব্যাঘাত ঘটে। যদিও খুব বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি ক্রিকেটারদের। প্রধান কোচ রাসেল ডমিঙ্গোর তত্ত্বাবধানে ১৭ ক্রিকেটারকে নিয়ে শুরু হয় অস্ট্রেলিয়া বিপক্ষে সিরিজের প্রস্তুতি। ব্যাটিং-বোলিং-ফিল্ডিং তিন বিভাগেই হয় অনুশীলন। মিরপুরের মূল মাঠে ফিল্ডিং অনুশীলন হলেও ইনডোরে চলে ব্যাটিং অনুশীলন। জিম্বাবুয়ে সিরিজে গোড়ালির চোটের কারণে মাত্র একটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি খেলতে পেরেছিলেন মোস্তাফিজ। তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ম্যাচের আগেই পুরো ফিট মোস্তাফিজকে পাওয়ার আশা করছে টিম ম্যানেজমেন্ট। রোববার একাডেমিতে বোলিং করতেও দেখা গেছে মোস্তাফিজকে। জিম্বাবুয়ে সিরিজে তিন ফরম্যাটেই ট্রফি জিতেছে বাংলাদেশ। সিরিজ জিতলেও কোন ম্যাচেই বাংলাদেশ নিজেদের সেরা ক্রিকেট খেলতে পারেনি। এর মধ্যে বড় একটি সিরিজের আগে নেই দলের দুই সেরা ক্রিকেটার মুশফিকুর রহিম ও লিটন দাস। অস্ট্রেলিয়ার কঠিন শর্তের কারণে সিরিজটি খেলতে পারছেন না তারা। অন্যদিকে ইনজুরিতে পড়ে দলে নেই তামিম ইকবাল। সব মিলিয়ে তাই গুরুত্বপূর্ণ তিন ক্রিকেটারকে ছাড়াই মাঠে নামতে হচ্ছে বাংলাদেশ দলকে। ফলে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার সঙ্গে অগ্নি পরীক্ষার মুখোমুখি হতে হবে মাহমুদউল্লাহর দলকে। অতীত পরিসংখ্যানও বাংলাদেশির পক্ষে নয়। এখন অব্দি অস্ট্রেলিয়ার বিপক্ষে চারটি টি-টোয়েন্টি খেলে সবকটিতেই হেরেছে বাংলাদেশ। মিরপুর স্টেডিয়ামে ২০১৪ বিশ্বকাপে একটি ম্যাচ খেলার অভিজ্ঞতা হয়েছিল বাংলাদেশের। কিন্তু ওই ম্যাচে ৭ উইকেটের বড় ব্যবধানে হার মানতে হয়েছিল স্বাগতিকদের। এই অবস্থায় সিরিজ শুরুর আগে বাংলাদেশ দল প্রস্তুতির কোনও ঘাটতি রাখতে চায় না। রোববার বাংলাদেশের অনুশীলনে প্রত্যেক ক্রিকেটারদের চোখে মুখেই দৃঢ় মনোভাব লক্ষ্য করা গেছে। তিনদিনের কোয়ারেন্টিন শেষে বাংলাদেশ অনুশীলন করে গেলেও অস্ট্রেলিয়া অনুশীলন করবে বিকালে। অস্ট্রেলিয়ার অনুশীলন কিংবা ম্যাচের ভাগ্য পুরোটাই নির্ভর করবে অস্ট্রেলিয়া দলের প্রটোকল অফিসারের ওপর। তিনি মিরপুর স্টেডিয়াম থেকে সবুজ সংকেত দিলেই হোটেল থেকে মাঠে আসবে অস্ট্রেলিয়া। এদিকে অনেক তারকা খেলোয়াড় ছাড়াই বাংলাদেশ সফরে এসেছে অস্ট্রেলিয়া। সেই তালিকায় আছেন স্টিভেন স্মিথ, ডেভিড ওয়ার্নার, গ্লেন ম্যাক্সওয়েল ও প্যাট কামিন্সের মতো ক্রিকেটাররা। আর সর্বশেষ ইনজুরির কারণে ছিটকে গেছেন অধিনায়ক অ্যারন ফিঞ্চ।
বাংলাদেশ দল: মাহমুদউল্লাহ (অধিনায়ক), মোহাম্মদ নাঈম শেখ, সাকিব আল হাসান, সৌম্য সরকার, আফিফ হোসেন, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ, মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, রুবেল হোসেন, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ মিঠুন, তাইজুল ইসলাম।